আমেদাবাদ ও লখনউ এগিয়ে, আইপিএল দৌড়ে রণবীর-দীপিকাও

Must read

মুম্বই, ২২ অক্টোবর : আইপিএলের সঙ্গে বলিউডের সখ্য সেই শুরুর দিন থেকে। শাহরুখ খান, প্রীতি জিন্টা, শিল্পা শেঠির পর এবার ক্রোড়পতি ক্রিকেট লিগে নতুন দুই দলের মালিকানা পেতে পারেন বলিউডের সেলিব্রিটি দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। সূত্রের খবর, আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কেনার নিলামে অংশ নেবেন তারকা দম্পতি।

আরও পড়ুন : টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, দাবি রাহানের

বিসিসিআই সূত্রের খবর, সংক্ষিপ্ত তালিকায় থাকা ছয় শহরের মধ্যে থেকে আমেদাবাদ ও লখনউ হতে চলেছে নতুন দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি দল। এই দুই শহর থেকে আসবে দুই নতুন দল। সূত্রের খবর, যার একটির মালিকানা পেতে পারেন রণবীর ও দীপিকা। ইতিমধ্যেই ইপিএলের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ গ্লেজার পরিবারও আইপিএল দল কেনার জন্য দরপত্র তুলেছে। তারাও ২৫ অক্টোবর নিলামে অংশ নিতে পারেন বলে খবর। টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরদিন সোমবার আগামী বছরের আইপিএলের জন্য নতুন দুই দলের নাম ঘোষণা করবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।
আগামী বছর আইপিএলে নতুন দু’টি দল এলেও পুরনো আট ফ্র্যাঞ্চাইজি চারজন করে প্লেয়ার ধরে রাখতে পারবে বলে বোর্ড সূত্রের খবর। তবে পরের আইপিএলের জন্য যেহেতু মেগা নিলাম হবে, নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজিকেও ভাল দল গড়ার সুযোগ দেওয়া হবে, তাই আরটিএম (রাইট টু ম্যাচ কার্ড) ব্যবহার করার সুযোগ দেওয়া হবে না আট ফ্র্যাঞ্চাইজিকে।

Latest article