প্রতিবেদন : আপনি হয়তো বিশেষ মণ্ডপে কিছুক্ষণ পর যাবেন ভাবছেন। তখন ওই মণ্ডপ এড়িয়ে অন্য মণ্ডপে অনায়াসে যেতে পারবেন। সেই ভাবনা নিয়েই এই বছর লালবাজার চালু করছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ্যান্ড ডিসপ্লে সিস্টেম’। দিন কয়েক আগে এই বিষয়টি নিয়ে লালবাজারের কর্তারা একটি বৈঠক করেন। তাতেই এই পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২০টি মণ্ডপ চিহ্নিত করা হয়েছে। ওই মণ্ডপগুলিতে থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম। তারা নিজস্ব ক্যামেরার সাহায্যে অনবরত ছবি তুলে পাঠাবে।
আরও পড়ুন-সেই কণ্ঠ থমকে গেল
ওই ক্যামেরার সঙ্গে সংযুক্ত থাকবে জিপিএস, বিশেষ সফটওয়্যার ও অ্যাপ। ভিডিও ক্যামেরায় মণ্ডপের ভিতর মানুষের ভিড় ও বাইরে দর্শনার্থীদের লাইনের ছবি তোলা হবে। এর পর সফটওয়্যার ও অ্যাপের মাধ্যমে বিশ্লেষণ করা হবে যে, মণ্ডপ ও তার চারপাশে কত মানুষের ভিড় রয়েছে। সেই তথ্য নিমেষে পৌঁছে যাবে দর্শনার্থীদের কাছে। তথ্য অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ কলকাতার ২০টি পুজোয় বেশি ভিড় হয়। সাধারণভাবে কলকাতা বা জেলা থেকে আসা দর্শনার্থীরা এই মণ্ডপগুলিতে বেশি ভিড় করেন।
আরও পড়ুন-এক সময়ের অতি-বিশ্বস্ত প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ফলে বিকেল থেকেই মণ্ডপগুলিতে শুরু হয় দর্শনার্থীদের লাইন। যাঁরা গাড়ি করে ঠাকুর দেখতে আসেন, তাঁদের গাড়ির ভিড় রয়েছেই। আবার যাঁরা হেঁটে হেঁটে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘোরেন, তাঁদের রাস্তা পার হওয়ার জন্যও যাতে রাস্তায় যানজট না হয়, সেদিকেও নজর রাখতে হয় পুলিশকে। দর্শনার্থীদের সুবিধার জন্য গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট উইং। এই উইংয়ের সদস্যরা সমীক্ষা করে কলকাতার যে ২০টি মণ্ডপে বেশি ভিড় হয়, সেগুলির তালিকা তৈরি করেছেন।