সেই কণ্ঠ থমকে গেল

কয়েক দশক ধরে ইসরোর যে কোনও মিশনে ভালারমতির পরিচিত কণ্ঠ শুনতেই অভ্যস্ত ছিলেন মহাকাশবিজ্ঞানীরা। অবশেষে যাত্রা থামল।

Must read

৪, ৩, ২, ১…। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ নামার আগে শ্বাসরুদ্ধ প্রতীক্ষায় ছিল গোটা দেশ তথা বিশ্ব। গত ২৩ অগাস্ট সন্ধ্যার সেই রুদ্ধশ্বাস মুহূর্তে যাঁর কণ্ঠে চন্দ্রযানের অবতরণ সংক্রান্ত সমস্ত খবরাখবর পেয়েছিলেন বিশ্ববাসী, সেই ঘোষিকা তথা ইসরোর বিজ্ঞানী এন ভালারমতি প্রয়াত। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আরও পড়ুন-এক সময়ের অতি-বিশ্বস্ত প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি

২৩ অগাস্ট ল্যান্ডার বিক্রমের গতি কমানো থেকে পাখির পালকের মতো চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং-সহ চন্দ্রযানের যাবতীয় গতিবিধি একনাগাড়ে গোটা দুনিয়াকে ভালারমতি। কিন্তু ইসরোর সৌরমিশনে আদিত্য যখন পাড়ি দিল সূর্যের পথে, তখন আর তাঁর সেই পরিচিত কণ্ঠস্বর শোনা যায়নি। কারণ সেসময় তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। কয়েক দশক ধরে ইসরোর যে কোনও মিশনে ভালারমতির পরিচিত কণ্ঠ শুনতেই অভ্যস্ত ছিলেন মহাকাশবিজ্ঞানীরা। অবশেষে যাত্রা থামল। তাঁর প্রয়াণে শোকার্ত ভারতের বিজ্ঞানীমহল।

Latest article