লন্ডনে বসেছিল বিজেপি-ঘনিষ্ঠ আইনজীবী হরিশ সালভের (Harish Salve) বিয়ের আসর। সেই অনুষ্ঠান আলো করেছিলেন দুর্নীতির দায়ে অভিযুক্ত ক্রিকেট প্রশাসক ও পলাতক ললিত মোদি। ভারতে তদন্ত ও আইনের ফাঁস এড়াতে যিনি লন্ডনে থাকেন। বিভিন্ন মামলায় বিজেপির হয়ে সওয়াল করা সালভের বিয়ের আসরে সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিই মধ্যমণি। এ-বিষয়ে শিবসেনা (উদ্ধব) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীর কটাক্ষ, এমন নয় যে আমি সরকারি বিজেপি আইনজীবীর তৃতীয়বার বিয়ে এবং তারপরে মোদি সরকারের পক্ষে অভিন্ন বিবাহ আইন, বহুবিবাহ ইত্যাদি বিষয়ে তাঁর বাগ্মিতার কথা ভাবছি। আসল উদ্বেগের বিষয় হল, একজন ‘পলাতক’ ব্যক্তির আমন্ত্রিত হিসাবে উপস্থিতি, যিনি ভারতীয় আইন থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং মোদি সরকারের প্রিয় আইনজীবীর বিয়ে উদ্যাপন করছেন। এখন কে কাকে সাহায্য করছে, কে কাকে রক্ষা করছে সেটা আর প্রশ্নের স্তরেই শুধু সীমাবদ্ধ নয়।