আক্রান্ত মহিলা হাসপাতালে, অভিযুক্ত পদ্মনেতা, তদন্ত শুরু

বিজেপির পার্টি অফিসে মার নেত্রীকে

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বেটি বাঁচাও দলের এ কি চেহারা! মহিলাদের সম্মান নিয়ে গালভরা কথা বলা বিজেপির অন্দরেই ন্যক্কারজনক ঘটনা। দলের মহিলানেত্রীকে পার্টি অফিসের দরজা বন্ধ করে মারধর! প্রকাশ্যে এল বিজেপি নেতার ন্যক্কারজনক কাজ। যা বর্বরতার চরম সীমা অতিক্রম করেছে। ঘটনা চাউর হতেই তোলপাড় দক্ষিণ দিনাজপুর জেলা, আক্রান্ত ও অভিযুক্ত দু-জনকেই দল থেকে সাময়িক বরখাস্ত করে মুখরক্ষার চেষ্টা বিজেপি নেতৃত্বের। অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির (BJP- Balurghat) জেলা সম্পাদক কানাই বিশ্বাস গঙ্গারামপুর শহর বিজেপির মহিলা মোর্চার সম্পাদিকাকে রবিবার সন্ধ্যায় গঙ্গারামপুর পার্টি অফিসে দরজা বন্ধ করে ব্যাপক মারধর করে। আক্রান্ত ওই মহিলা সম্পাদিকাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন বিজেপি (BJP- Balurghat) কর্মীরা। আক্রান্ত বিজেপির মহিলা সম্পাদিকার অভিযোগ, বিজেপি নেতা কানাই বিশ্বাস পর্যায়ক্রমে তাঁর কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা নিয়েছে এবং এদিন তাঁকে কানাই বিশ্বাস পার্টি অফিসের দরজা বন্ধ করে ব্যাপক মারধর করে। ঘটনায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। আক্রান্ত মহিলার অভিযোগ, ঘটনার সময় অন্যান্য বিজেপি নেতারা সেখানে উপস্থিত থাকলেও তাঁরা গোটা ঘটনা তাকিয়ে দেখলেও কেউ বাঁচাতে আসেনি। তিনি জানিয়েছেন গোটা ঘটনা তিনি বিজেপি নেতৃত্বকে জানিয়েছেন এবং অভিযুক্ত কানাই বিশ্বাস-এর শাস্তির জন্য তিনি থানায় লিখিত অভিযোগ করবেন। অপরদিকে অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত বিজেপি নেতা কানাই বিশ্বাস-এর সঙ্গে যোগাযোগ না হওয়ায় এই বিষয়ে কানাই বিশ্বাস-এর বক্তব্য জানা যায়নি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বিজেপির-ই দলীয় কার্যালয়ে এমন ঘটনায় প্রবল অস্বস্তিতে পদ্মশিবির। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন আমরা আগেই বলেছি বিজেপি ভারতীয় জনতা পার্টি নয়, ভারতীয় জঞ্জাল পার্টি। এই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দিয়ে তিনি বলেন, বিজেপির কোনও সংস্কৃতি নেই, মানুষ দেখছে বিজেপি নেতাদের আসল চরিত্র। বিজেপি নেতার এই ন্যক্কারজনক কাণ্ডে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য নেতারা।

আরও পড়ুন- মোদি-ঘনিষ্ঠ হরিশ সালভের বিয়ের অতিথি পলাতক ললিত মোদি!

Latest article