কসবায় (Kasba) এক বেসরকারি স্কুলে দশম শ্রেণির ছাত্রমৃত্যুর ঘটনায় পুলিশ স্কুলের অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করল। জানা গিয়েছে, পুলিশ মঙ্গলবার ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য চিকিৎসকদের এক বিশেষ দল গঠন করেছে।
আরও পড়ুন-উৎসবের মরশুম জুড়ে কি এবার শুধুই পদ্মার ইলিশ?
উল্লেখ্য, সোমবার দুপুরে দশম শ্রেণির ছাত্র শানের কসবার সিলভার পয়েন্ট স্কুলের ছ’তলা থেকে পড়ে মৃত্যু হয়। মৃতের পরিবার স্কুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করে। পরিবারের তরফে বলা হয়, স্কুল কর্তৃপক্ষই ছাত্রকে খুন করে আত্মহত্যার গল্প সাজাচ্ছে। স্কুলের বিরুদ্ধে ছাত্রটিকে মানসিক নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে। প্রোজেক্ট না নিয়ে যাওয়ায় ফলে তার ওপরে মানসিক নির্যাতন করেছে শিক্ষকরা বলেই দাবি করছেন ছাত্রের বাবা। এর পর তাকে খুন করা হয়েছে বলেই তিনি মনে করেন।
আরও পড়ুন-দেশের নাম বদল! মোদি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর
ছাত্রের পরিবারের অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে স্কুলের অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। ছাত্রের বাবা জানায়, ছেলে ছ’তলা থেকে পড়ে গেলেও তার কোনও হাড় ভাঙা নেই। এখন ময়নাতদন্তের রিপোর্ট এলেই সবরকম প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
এই ঘটনায় ইতিমধ্যে পুনর্নির্মাণ করা হয়েছে । শুধুমাত্র ওপর থেকে পুতুল ফেলে নয়, ফরেনসিক টিমের এক সদস্য বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে শরীর গলিয়ে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখলেন । এমনকি দড়ি দিয়ে দূরত্ব মাপা হয়।