উৎসবের মরশুম জুড়ে কি এবার শুধুই পদ্মার ইলিশ?

ইলিশ আনার মেয়াদ বৃদ্ধি করে যদি ৬০দিন করা যায় তাহলেই বাঙালির সেরা উৎসবের মরসুম জুড়ে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে

Must read

আর বেশিদিন না, এর পরেই জিভে জল আনা বাংলাদেশের (Bangladesh) ইলিশ (Hilsa) একেবারেই হাতের নাগালে। পুজোর মধ্যেই কলকাতার বাজার ভরে যাবে বাংলাদেশের ইলিশে। সেপ্টেম্বরের মাঝেই কলকাতার বাজারে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে বলেই মনে করছে। ১৫ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ইলিশ বাংলায় আসার অনুমোদন পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। অনুমোদন পেলেই তার পরের দিন থেকে বাংলাদেশের ইলিশ এপার বাংলায় আসবে। তারপর কলকাতায় বাজারে ছেয়ে যাবে পদ্মার ইলিশ।

আরও পড়ুন-দেশের নাম বদল! মোদি সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর

ইলিশ আনার মেয়াদ বৃদ্ধি করে যদি ৬০দিন করা যায় তাহলেই বাঙালির সেরা উৎসবের মরসুম জুড়ে বাংলাদেশের ইলিশ পাওয়া যাবে। যত বেশি ইলিশ আনার অনুমতি বাংলাদেশ থেকে দেওয়া হয় তার থেকে অনেকটাই কম ইলিশ আসে বাংলায়। তাই এবার কিছুটা মেয়াদ বৃদ্ধির ব্যাপারে অনুরোধ করা হয়েছে। পুজোর মাস সামনেই, তারপর থাকছে ভাইফোঁটা। বাংলাদেশের ইলিশের চাহিদা যে তুঙ্গে থাকবে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। ২০১২ সাল থেকে বাংলাদেশের ইলিশ আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ঘুরপথে সীমান্ত পেরিয়ে কিছু ইলিশ আসত। তবে ২০১৯ সাল থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

আরও পড়ুন-শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করানোর চক্রান্ত, রাজভবনের সামনে ধর্না দেব,  সাফ জানালেন মুখ্যমন্ত্রী

দাম নিয়ে যদি বাঙালি একটু চিন্তায় থাকে বটে তবে জেনে নেওয়া ভালো ইলিশ যখন প্রথমবার বাংলার বাজারে আসবে তখন ১২০০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত দাম থাকার সম্ভাবনা বেশি। সময়ের সঙ্গে ইলিশের দাম কেজিতে ২০০ টাকা কমতে পারে।

Latest article