ক্যান্ডি, ৫ সেপ্টেম্বর : নেপালের বিরুদ্ধে ৬২ বলে ৬৭ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। কিন্তু পাকিস্তান ম্যাচের হতাশা কাটছে না শুভমন গিলের। সেদিন দুই পাক পেসারের বিরুদ্ধে শুরু থেকেই নড়বড়ে দেখিয়েছিল শুভমনকে। শেষ পর্যন্ত ৩২ বলে মাত্র ১০ রান করে আউট হন।
আরও পড়ুন-শিশু সুরক্ষায় অনলাইনে নজরদারি
শুভমনের স্বীকারোক্তি, পাকিস্তান ম্যাচে নিজের ব্যাটিংয়ে আমি হতাশ। সেই হতাশা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। ওটা আমার জীবনের সবথেকে বড় ম্যাচ ছিল। কিন্তু এমন ম্যাচেই ভাল খেলতে পারলাম না। এখনও ভেবে চলেছি, সেদিন কোথায় ভুল করেছিলাম। যদিও ভারতীয় ওপেনার একই সঙ্গে মেনে নিচ্ছেন, নেপালের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি কিছুটা হলেও তাঁকে আত্মবিশ্বাস জোগাবে। শুভমান বলছেন, এই ম্যাচে রান করাটা খুব জরুরি ছিল। সেটা করতে পেরেছি। রোহিত ভাইয়ের সঙ্গে খেলা শেষ করতে পেরেছি। দলও ১০ উইকেটে জিতেছে। এই ইনিংস আমাকে আত্মবিশ্বাস দেবে। তবে নেপালের জোরে বোলারদের বিরুদ্ধে শুরুতে অস্বস্তিতে ছিলেন দুই ভারতীয় ওপেনার। শুভমানের বক্তব্য, শুরুতে ওরা খুব ভাল বোলিং করেছে। পিচ থেকেও সাহায্য পাচ্ছিল। তবে ধীরে ধীরে নিজেদের স্বাভাবিক খেলাটা শুরু করি।