শিশু সুরক্ষায় অনলাইনে নজরদারি

গ্রাম, ব্লক, জেলাস্তরের তথ্য সংগ্রহ করা হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে শিশু সুরক্ষার যাবতীয় ব্যাপারে নজরদারি চালানো হবে৷

Must read

সংবাদদাতা, কোচবিহার : শিশু সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য। অনলাইনে চালানো হবে নজরদারি। আপাতত রাজ্যের মধ্যে কোচবিহারেই উদ্যোগ চালু হচ্ছে পাইলট প্রোজেক্ট। মঙ্গলবার শিক্ষকদিবসের একটি অনুষ্ঠানে এমনটাই জানালেন জেলাশাসক পবন কাদিয়ান। তিনি বলেন, ৭ সেপ্টেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু হবে৷ গ্রাম, ব্লক, জেলাস্তরের তথ্য সংগ্রহ করা হবে। অনলাইন পোর্টালের মাধ্যমে শিশু সুরক্ষার যাবতীয় ব্যাপারে নজরদারি চালানো হবে৷

আরও পড়ুন-চা-বলয়ও তৃণমূলের পাশে

জেলাশাসক জানান, কোনও জেলা জুড়ে শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিবিধ তথ্য অনলাইন পোর্টালটিতে থাকবে। এই পোর্টালটির নাম দেওয়া হয়েছে প্রেরণা। অনাথ শিশু উদ্ধার কিংবা স্কুলছুট শিশুর সংখ্যা খতিয়ে দেখা, কোনও শিশুর অপুষ্টিজনিত সমস্যা বা রক্তাল্পতা-সহ বাল্যবিবাহ ও শিশুশ্রমের বিষয়েও তথ্য সংগ্রহ করবে এই পোর্টাল। এরপরই ওই শিশুদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোচবিহারের চাইল্ড প্রোটেকশন কমিটি এই  অনলাইন পোর্টালের পরিচালনা করবে৷ এ ব্যাপারে গ্রামের  কিছু শিক্ষক বা অঙ্গনওয়াড়ি কর্মীরা এই তথ্য জানাতে পারবেন। তাঁদের নজরে কোনও শিশু সংক্রান্ত তথ্য থাকলে তা সংগ্রহ করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে জানানো হবে পোর্টালে৷ এছাড়াও সেই অনলাইন পোর্টালে  ড্যাশ বোর্ড থাকবে, যার মাধ্যমে জানা যাবে প্রশাসনের নজরে আসার পরে কতগুলি সমস্যা মিটেছে। চাইল্ড  লাইনের নির্দিষ্ট নম্বরে ফোনের মাধ্যমে এতদিন শিশু সংক্রান্ত তথ্য জানানো হত৷ এবার নেওয়া হল নয়া উদ্যোগ।

Latest article