চা-বলয়ও তৃণমূলের পাশে

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চা-বাগানের বুথগুলিতে ভোটারদের সংখ্যা বেড়েছে। ধূপগুড়ি বিধানসভা এলাকায় ৫টি চা-বাগান রয়েছে।

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: ধূপগুড়ির উপনির্বাচনে চা-শ্রমিকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মঙ্গলবার একপ্রকার উৎসবের মেজাজে ভোট দিলেন শ্রমিকেরা। ধূপগুড়ি বিধানসভা এলাকায় পাঁচটি চা-বাগান রয়েছে। প্রত্যেকটি চা-বাগানেই একই চিত্র। এদিন সকাল থেকেই চা-বাগানের শ্রমিকেরা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

আরও পড়ুন-আদালত থেকে ফেরার পথে আসামিকে হত্যা, আইনজীবীর ওপর হামলা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চা-বাগানের বুথগুলিতে ভোটারদের সংখ্যা বেড়েছে। ধূপগুড়ি বিধানসভা এলাকায় ৫টি চা-বাগান রয়েছে। বানারহাট, মোগলকাটা, তোতাপাড়া, কারবালা এবং গেন্দ্রাপাড়া। যদিও এই পাঁচটি চা-বাগানের ভোটার সংখ্যা প্রায় ১০ হাজার। তবুও চা-বাগানের ভোট একটা ফ্যাক্টর বলে মনে করছে দুই পক্ষই। এদিন ভোট উপলক্ষে বাগানগুলিতে সবেতন ছুটি দেওয়া হয়েছে শ্রমিকদের। রীতিমতো উৎসবের মেজাজেই ভোট দিয়েছেন চা-বাগানের ভোটাররা। শান্তিপূর্ণ ভোট হওয়ায় খুশি বাগানের ভোটাররা। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন। বেলা ১১টার মধ্যে প্রায় সবক’টি চা-বাগানে প্রায় ৫০% ভোট পড়ে যায়। ভোটে কড়া নিরাপত্তা ছিল সবগুলি বুথেই। নির্বিঘ্নে ভোট হওয়ায় খুশি সব মহল।

Latest article