আদালত থেকে ফেরার পথে আসামিকে হত্যা, আইনজীবীর ওপর হামলা

উল্লেখ্য, এর আগে রবিবার ঘটে গিয়েছে আরেকটি নৃশংস হত্যাকাণ্ড।

Must read

তিরুভারুর (Thiruvarur) আদালত (court) থেকে ফেরার পথে তামিলনাড়ুর তিরুভারুর জেলায় এক হিস্ট্রি সিটারকে (history sheeter) একটি গ্যাং দ্বারা হত্যা করা হয়েছে বলে অভিযোগ। ওনান সেন্থিল, যিনি তার আইনজীবীদের (lawyer) সাথে আদালত থেকে ফিরে যাচ্ছিলেন, তাকে কুপিয়ে হত্যা করা হয় এবং একজন আইনজীবীকেও আক্রমণ করা হয় বলে খবর।

আরও পড়ুন-‘জওয়ান’ মুক্তির আগে মেয়েকে নিয়ে তিরুপতি মন্দিরে শাহরুখ খান

কুম্বাকোনামে আইনজীবীরা ওপর এক আইনজীবীর উপর হামলার নিন্দা জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। সেন্থিল মঙ্গলবার একটি মামলায় তিরুভারুর আদালতে হাজির হয়েছিলেন এবং তার আইনজীবী, এগিলান এবং ভারতীরাজের সাথে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়, একটি দল তার গাড়িটিকে আটকে দেয় ।

আরও পড়ুন-কসবার স্কুলে ছাত্রমৃত্যুতে খুনের মামলা হল অধ্যক্ষসহ ৪ জনের বিরুদ্ধে

তারা সেন্থিলকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। তার আইনজীবী এগিলানও আক্রান্ত হন। এরপরেই দলটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এগিলানকে উদ্ধার করে তিরুভারুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, কুদাভাসল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেন্থিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। আগেই, ভালংগাইমান পুলিশের খাতায় সেন্থিলের নামে বেশ কয়েকটি বিচারাধীন মামলা ছিল।

আরও পড়ুন-উৎসবের মরশুম জুড়ে কি এবার শুধুই পদ্মার ইলিশ?

উল্লেখ্য, এর আগে রবিবার ঘটে গিয়েছে আরেকটি নৃশংস হত্যাকাণ্ড। পাল্লাদমে টাকা নিয়ে বিরোধের জেরে এক পরিবারের চার সদস্যকে নির্মমভাবে খুন করা হয়। এরপরেই এই ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Latest article