প্রতিবেদন : মানুষ মারার জন্য অর্ডার নেওয়া হয়! ভিজিটিং কার্ড ছাপিয়ে চলছিল এমনই প্রচার। নজরে আসতেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি থেকে একটি বন্দুক, দু-রাউন্ড কার্তুজ ও বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিজের ছবি, ফোন নম্বর দিয়ে সুপারি কিলিং-এর ‘বিজ্ঞাপনটি’ প্রচার করছিল বছর আঠারোর মোরসেলিম মোল্লা। এলাকায় যার ডাকনাম বুলেট। একই সঙ্গে সে নাকি এলাকায় পোস্টার ছাপিয়েও প্রচার চালিয়েছে।
আরও পড়ুন-দিনের কবিতা
সোমবার বিকেলে ক্যানিং থানার সাব ইন্সপেক্টর রঞ্জিত চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মোরসেলিম ওরফে বুলেটকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি থেকে একটি দেশি বন্দুক, দু-রাউন্ড গুলি ও বেশ কিছু ভিজ়িটিং কার্ড উদ্ধার করেছে পুলিশ। সেখানেও খুনের কথা লেখা আছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তবে এই অভিনব পদ্ধিতিতে মানুষ মারার চুক্তি চমকে দিয়েছে জনতাকে। এভাবেও যে একেবারে কর্পোরেট কায়দায় মানুষ মারা যায় কে জানত!