শাকিবদের হেলায় হারালেন বাবররা

রান তাড়া করতে নেমে ইমাম উল হক ও মহম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরির সুবাদে ৬৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

Must read

লাহোর, ৬ সেপ্টেম্বর : বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর অভিযান শুরু করল পাকিস্তান। এদিন প্রথমে ব্যাট করে পাক বোলারদের দাপটে ৩৮.৪ ওভারে মাত্র ১৯৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইংনিস। জবাবে ৩৯.৩ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। তবে এমন জয়ের দিনেও পাক শিবিরকে অস্বস্তিতে রাখছে ফাস্ট বোলার নাসিম শাহের চোট। এদিন ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন নাসিম। পরে অবশ্য মাঠে ফেরেনও।

আরও পড়ুন-ভিজিটিং কার্ড ছাপিয়ে সুপারি কিলারের বিজ্ঞাপন, গ্রেফতার

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার মেহেদি হাসান মিরাজের (০) উইকেট হারিয়েছিল বাংলাদেশ। চোট সারিয়ে দলে ফেরা লিটন দাস (১৬), মহম্মদ নঈম (২০), তৌহিদ হৃদয়রাও (২) রান পাননি। ফলে ৪৭ রানেই ৪ উইকেট পড়ে গিয়েছিল। ওই পরিস্থিতিতে চতুর্থ উইকেটে ১০০ রান যোগ করেন অধিনায়ক শাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দু’জনেই হাফ সেঞ্চুরি করেন। শাকিব আউট হন ৫৭ বলে ৫৩ রান করে। মুশফিকুরের অবদান ৮৭ বলে ৬৪। হ্যারিস রউফ ১৯ রানে ৪ উইকেট দখল করেন। ৩৪ রানে ৩ উইকেট পান শাহিন আফ্রিদি। রান তাড়া করতে নেমে ইমাম উল হক ও মহম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরির সুবাদে ৬৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

Latest article