নবান্নে আগুন, রিপোর্ট মুখ্যসচিবকে

Must read

প্রতিবেদন : পুজোর মধ্যে নবান্নের ১৫ তলার উপরের ছাদে আগুন লাগা নিয়ে বিস্তারিত রিপোর্ট পূর্ত দফতর থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে জমা দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মোবাইল প্যানেলের কিয়স্ক ঠান্ডা করার একজস্ট ফ্যানে আগুন লেগেছিল। ছাদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বেসরকারি মোবাইল সংস্থার কিয়স্ক। ফায়ার অ্যালার্ম ব্যবস্থা নতুন করে ঢেলে সাজা হবে। ১৫ দিন অন্তর নবান্নের পুরো বৈদ্যুতিক ব্যবস্থা খতিয়ে দেখা হবে। যাতে কোনও ভাবেই আর এ ধরনের ঘটনা না ঘটে। নবান্নের আধিকারিক, কর্মী আর রোজ আসা সাধারণ মানুষের মোবাইলের টাওয়ার পেতে যাতে অসুবিধা না হয়, তাই এই প্যানেল কিয়স্ক বসানো হয়েছিল। প্রসঙ্গত, নবান্নের ১৫ তলার উপরের ছাদে একটি বেসরকারি সংস্থার মোবাইল প্যানেলে সপ্তমীর দিন দুপুরে আগুন লাগে। প্রশাসনিক সূত্রে খবর, দুপুর বারোটা নাগাদ প্রথম ওই ফ্লোর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া প্রথমে চোখে পড়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের চোখে। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ঘটনাস্থলে একের পর এক ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা যে জায়গায় ধোঁয়া বেরিয়েছে, সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে জানা গিয়েছে, আগুন সেরকম ভয়াবহ কিছু নয়। এসি-র কোনও পাইপ থেকে আগুন লাগে বলে দমকলের তরফে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল। প্রশাসনের তরফে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্নের অগ্নিনির্বাপণ ব্যবস্থা সার্বিকভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে।

আরও পড়ুন-ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, এবার দিলীপ-সুকান্তকে কটাক্ষ অনুব্রতর  

Latest article