রাজ্যের খরচ এখনও পর্যন্ত ১০৮২ কোটি টাকা

Must read

প্রতিবেদন : লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্য পূরণ। লক্ষ্মীবারে এক কোটি ছাড়াল রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা। বৃহস্পতিবার এক কোটির বেশি মহিলা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের ভাতা পৌঁছে দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে জানা গেছে, এই নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত রাজ্য সরকারের খরচ হল ১০৮২ কোটি টাকা। বাকি ৫৮ লক্ষ আবেদনকারীর মহিলার অ্যাকাউন্টে অতি দ্রুত টাকা পৌঁছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

আরও পড়ুন-নবান্নে আগুন, রিপোর্ট মুখ্যসচিবকে

নির্বাচনী আচরণ বিধির কারণে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপভোক্তাদের এখনও টাকা দেওয়া যায়নি। নির্বাচন না থাকলে বাকি মহিলাদের অ্যাকাউন্টেও টাকা পৌঁছে যেত। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ভোটের পর নভেম্বর মাসে এই জেলাগুলির আবেদনকারীরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তখন তাঁরা সেপ্টেম্বর ও অক্টোবরের টাকাও একসঙ্গেই পেয়ে যাবেন। প্রসঙ্গত, এই প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রথম পর্যায়ে ২ কোটি ৪৮ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। মোট বাজেট বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা। এই প্রকল্প ঘোষণা করার সময়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, পুজোর আগেই যেন বাড়ির মহিলাদের হাতে টাকা পৌঁছে যায়। সেইমতো এই উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ দফতর।

Latest article