শীর্ষে আর্সেনাল, উচ্ছ্বাসহীন কোচ

এই দুই দলের খেলা বাকি রয়েছে যথাক্রমে ৬টি এবং ৭টি করে। ফলে আর্সেনালকে তাকিয়ে থাকতে হবে লিভারপুল ও ম্যান সিটির পয়েন্ট নষ্টের দিকে।

Must read

লন্ডন, ২৪ এপ্রিল : শেষপ্রান্তে পৌঁছে রীতিমতো জমে গিয়েছে প্রিমিয়ার লিগ। ত্রিমুখী খেতাবি লড়াইয়ে আপাতত এগিয়ে আর্সেনাল। চেলসিকে ৫-০ গোলে হারিয়ে মিকেল আর্তেতার দল ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার শীর্ষে। যদিও আর্সেনাল কোচ এখনই উচ্ছ্বাস দেখাতে রাজি নন। আর্তেতা বলছেন, ‘‘চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি, এটা ভাবা মূর্খামি। যেটা আমরা করতে পারি, সেটা হল নিজেদের শেষ পাঁচটা ম্যাচ জেতা। তারপর দেখা যাবে কে লিগ চ্যাম্পিয়ন হয়।’’

আরও পড়ুন-প্রবল গরমে প্রচারমঞ্চে জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী, উদ্বেগ প্রকাশ করে সুস্থতা কামনা মুখ্যমন্ত্রীর

আর্তেতা খুব একটা ভুল কিছু বলেননি। আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যান সিটি। এই দুই দলের খেলা বাকি রয়েছে যথাক্রমে ৬টি এবং ৭টি করে। ফলে আর্সেনালকে তাকিয়ে থাকতে হবে লিভারপুল ও ম্যান সিটির পয়েন্ট নষ্টের দিকে। চেলসির বিরুদ্ধে ম্যাচের চার মিনিটেই লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন হোয়াইট। পাঁচ মিনিটের মধ্যেই কাই হাভার্টজের গোলে ৩-০। এরপর ৬৫ ও ৭০ মিনিটে আরও দু’টি গোল করেন যথাক্রমে হাভার্টজ ও হোয়াইট।

Latest article