আট গোল দিয়ে ফাইনালে ভারত

যুব সাফ ফুটবল

Must read

থিম্পু: অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপে দুরন্ত ভারত (India-Maldives)। শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুতে প্রতিযোগিতার সেমিফাইনালে মালদ্বীপকে ৮-০ গোলে চূর্ণ করে ফাইনালে চলে গেল যুব ভারত (India-Maldives)। ম্যাচের রাশ শুরু থেকে নিজেদের হাতে রেখে দাপিয়ে খেলল ইসফাক আহমেদের ছেলেরা। আইবরলাং খরথাংমও এবং মহম্মদ আরবাশ জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা নেয়। বাকি চারটি গোল করে বিশাল যাদব, মহম্মদ কাইফ, লেভিস জাংমিনলুন ও মনভাকুপার মালনগিয়াং।
প্রধমার্ধে বিশাল ও কাইফের সৌজন্যে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতীয় দল। দ্বিতীয়ার্ধে আরও হাফডজন গোল করে তারা। একের পর এক আক্রমণে মালদ্বীপ রক্ষণকে তছনছ করে দেয় ভারতীয়রা। এই সময় লেভিস ব্যবধান বাড়ায়। এরপর আইবরলাং, মনভাকুপার, আরবাশরা গোলের সুনামিতে ভাসিয়ে দেয় মালদ্বীপকে। প্রতিপক্ষের পক্ষে ম্যাচে ফেরার কোনও সুযোগই ছিল না। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ীর বিরুদ্ধে রবিবার যুব সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। দুরন্ত জয়ের পর ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন এআইএফএফ কর্তারা।

আরও পড়ুন- তীব্র ভূমিকম্প মরোক্কোয়, মৃত ২৯৬, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

Latest article