তীব্র ভূমিকম্প মরোক্কোয়, মৃত ২৯৬, ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

Must read

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো (Morocco Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা বেজে ১১ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। মারাকেশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তর আফ্রিকার আটলাস পর্বত ভূমিকম্পের উৎসস্থল বলে খবর। মরক্কোর পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। মরক্কোর (Morocco Earthquake) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, রাজধানী রাবাত থেকে শুরু করে মারাকেশ পর্যন্ত একের পর এক শহরে বাড়ি ভেঙেছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ২৯৬ মারা গিয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কড়া হচ্ছে। ১৫৩ জন আহত। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভয়ে সেখানকার মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। এখনও চলছে উদ্ধার কাজ।

আরও পড়ুন- ৫০০০ কোটির রাজসূয় যজ্ঞ

Latest article