কলম্বো, ৯ সেপ্টেম্বর : এশিয়া কাপ অভিযান কার্যত শেষ শাকিব আল হাসানদের। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর শনিবার শ্রীলঙ্কার কাছে ২১ রানে হারল বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৮.১ ওভারে ২৩৬ রানেই গুটিয়ে যান শাকিবরা। একা কুম্ভের মতো লড়েও দলকে জেতাতে পারলেন না তৌহিদ হৃদয়। তিনি ৯৭ বলে ৮২ করে আউট হতেই বাংলাদেশের ইংনিস দ্রুত গুটিয়ে দেন শ্রীলঙ্কার বোলাররা।
আরও পড়ুন-শিক্ষক-শিক্ষিকাদের গ্রামাঞ্চলে ন্যূনতম ৫ বছর শিক্ষকতা বাধ্যতামূলক, বাংলায় জোর নয়া শিক্ষানীতিতে
এদিন সাদিরা সমরাবিক্রমার ৯৩ রানের সুবাদে স্কোরবোর্ডে আড়াইশোর বেশি রান তুলেছিল শ্রীলঙ্কা। ভাল ব্যাটিং করেন কুশল মেন্ডিস (৫০) এবং পাথুম নিশঙ্কাও (৪৩)। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ তিনটি করে উইকেট দখল করেন। রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন মহম্মদ নঈম ও মেহেদি হাসান মিরাজ। কিন্তু দলীয় ৫৫ রানে শনাকার শিকার হন মিরাজ (২৮)। শনাকার পরের ওভারে আউট হন নঈমও (২১)। এরপর একে একে আউট হন শাকিব (৩), লিটন দাস (১৫), মুশফিকুর রহিমরা (২৯)। শ্রীলঙ্কার দাসুন শনকা, মাথিসা পাথিরানা ও মহেশ থিকসানা তিনটি করে উইকেট দখল করেন।