মরক্কোয় মৃতের সংখ্যা বেড়ে ২০০০, বাড়তে পারে সংখ্যা

মরক্কোর ন্যাশনাল সিসমিক মনিটরিং অ্যান্ড অ্যালার্ট নেটওয়ার্ক জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬.৮।

Must read

আফ্রিকার মরক্কো (Morocco) গতবছর মধ্য এশিয়ার তুরস্ক কিভাবে ধ্বংসপুরীর রূপ নিয়েছিল সেই কথা মনে করিয়ে দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভূমিকম্পের (Earthquake) ফলে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। তীব্র ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মরক্কোর সরকার। গুরুতর আহত হয়েছেন প্রায় ১৪০০-র মত মানুষ। মরক্কো সরকার তরফে খবর, আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরও পড়ুন-শ্রীলঙ্কার কাছে হেরে চাপে বাংলাদেশ

ভূমিকম্পের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মরক্কোর দক্ষিণে থাকা মারাকেশই শহর। মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ এই ঘটনায় তিন দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালনের কথা জানিয়েছেন। ভূমিকম্পে সর্বস্ব হারানো সাধারণ মানুষদের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করতেও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন-শিক্ষক-শিক্ষিকাদের গ্রামাঞ্চলে ন্যূনতম ৫ বছর শিক্ষকতা বাধ্যতামূলক, বাংলায় জোর নয়া শিক্ষানীতিতে

মরক্কোর ন্যাশনাল সিসমিক মনিটরিং অ্যান্ড অ্যালার্ট নেটওয়ার্ক জানিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের প্রাথমিক মাত্রা ছিল ৬.৮। মার্কিন সংস্থাটি ১৯ মিনিট পরে একটি ৪.৯ মাত্রার আফটারশকের কথা জানিয়েছে।

Latest article