বিদেশি জাহাজের ধাক্কায় ট্রলার উল্টে নষ্ট ১ টন ইলিশ

শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগণার বকখালি সমুদ্রের পার থেকে ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এক দুর্ঘটনায় উল্টে যায় ট্রলার

Must read

শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগণার বকখালি সমুদ্রের পার থেকে ৫০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে এক দুর্ঘটনায় উল্টে যায় ট্রলার (trawler)। সেই সময় আরও দুটি ট্রলার কাছে ছিল। তারা দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের ১৬ জন মৎস্যজীবীকে সমুদ্র থেকে উদ্ধার করেন। জানা গিয়েছে আপাতত মৎস্যজীবীরা সকলে সুস্থ রয়েছেন। গভীর সমুদ্রে ট্রলার দাঁড় করিয়ে ইলিশ ধরার কাজ করছিলেন তারা। সেই সময় হঠাৎ করেই বিদেশি জাহাজের ধাক্কায় উল্টে গিয়েছে ট্রলার।

আরও পড়ুন-মরক্কোয় মৃতের সংখ্যা বেড়ে ২০০০, বাড়তে পারে সংখ্যা

শনিবার সমুদ্র থেকে কাকদ্বীপ ঘাটের দিকে রওনা দিয়েছে উদ্ধারকারী ট্রলার। সূত্রের খবর, ডুবে যাওয়া ট্রলারটিকেও উদ্ধার করা হয়েছে।
ওয়েস্টবেঙ্গল ইউনাইটেড ফিশারমেন অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক বিজন মাইতি এই বিষয়ে জানান, বিদেশি জাহাজ দিকভ্রষ্ট হয়ে গভীর রাতে ট্রলারে ধাক্কা মারে। এর ফলে কমপক্ষে ১ টন ইলিশ নষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন-শ্রীলঙ্কার কাছে হেরে চাপে বাংলাদেশ

৫ সেপ্টেম্বর দক্ষিণ ২৪ পরগনার রামনগর থানার নৈনানের গাজীপুর থেকে এফ বি রাজেশ্বরী নামের একটি ফিশিং ট্রলার ১৬জন মৎস্যজীবী নিয়ে ইলিশ মাছ ধরতে যায়। দুর্ঘটনার জেরে বড়সড় ক্ষতির মুখে মৎস্যজীবীরা কারণ ১ টন ইলিশ নষ্ট হয়ে গিয়েছে। এই ঘটনায় বাংলায় ইলিশের ঘাটতি মিটবে কিনা সেই নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ।

Latest article