প্রতিবেদন : নভেম্বর মাসে হবে ভার্চুয়াল অধিবেশন। রবিবার দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অধিবেশনেই সভাপতিত্ব হস্তান্তর হয়। তারপরই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। সামনের বছর জি-২০ বৈঠক বসবে ব্রাজিলে।
আরও পড়ুন-‘মহাভারতের রচয়িতা কৃত্তিবাস’, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে বিপাকে বিরোধী দলনেতা
শনি-রবি দু’দিনের সম্মেলনে অংশ নেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ব্রাজিলিয়ান রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভা-সহ জি-২০’র বিভিন্ন দেশের প্রতিনিধিরা। নজরকাড়া অনুপস্থিতি ছিল চিন ও রাশিয়ার প্রেসিডেন্টের।
রবিবার সমাপ্তি ঘোষণার আগে পরবর্তী জি-২০ সম্মেলনের সভাপতিত্ব অর্পণ করা হয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভার হাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হস্তান্তর করেন। তারপরই তিনি সমাপ্তি ঘোষণা করে জানিয়ে দেন আগামী নভেম্বর মাসে ভার্চুয়াল অধিবেশন হবে। পরবর্তী জি-২০ শীর্ষ সম্মেলন বসবে ব্রাজিলে। চলতি বছরের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবে ব্রাজিল। দিল্লিতে জি-২০ সম্মেলনে উপস্থিত হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট অর্থনীতি সংক্রান্ত একাধিক বিষয়ে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।
আরও পড়ুন-শিক্ষক-শিক্ষিকাদের গ্রামাঞ্চলে ন্যূনতম ৫ বছর শিক্ষকতা বাধ্যতামূলক, বাংলায় জোর নয়া শিক্ষানীতিতে
প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার হাতেই অর্পণ তুলে দেওয়া হয় সভাপতিত্বের ব্যাটন। জি-২০ সম্মেলনের পরবর্তী সভাপতিত্বের জন্য ব্রাজিলকে শুভেচ্ছা জানানো হয়। এবারের জি-২০ সম্মেলনের বৈঠকে উপস্থিত হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বলেন, একশ্রেণির মানুষের হাতেই সব সম্পদ সঞ্চিত রয়েছে। লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালা নিয়ে দিন কাটাচ্ছেন। সমাজ থেকে অসাম্য দূর করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, লিঙ্গ এবং জাতি বৈষম্য দূর করতে হবে। সম্মেলন শেষে রবিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যান রাষ্ট্রপ্রধানরা। বাইডেন, সুনক থেকে শুরু করে স্পেনের ভাইস প্রেসিডেন্ট নাদিয়া ক্যালভিনো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা সহ বিশিষ্ট রাষ্ট্রনেতারা ছিলেন।