প্রতিবেদন : আগামী বছর জানুয়ারিতে আয়োজিত হতে চলেছে আইএফএ শিল্ড (IFA Shield) প্রতিযোগিতা। এবার দুই বাংলায় হবে শিল্ডের ম্যাচ। ঐতিহ্যশালী এই প্রতিযোগিতায় এবার খেলবে বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং ঢাকা মহামেডান। বিদেশি আরও একটা দল অংশ নিতে পারে এবারের শিল্ডে। ওপার বাংলার বসুন্ধরা গ্রুপ শিল্ডের প্রধান স্পনসরও হতে পারে। রবিবার বাংলাদেশের দুই ক্লাবের তরফে চূড়ান্ত সম্মতি আদায় করে নেয় আইএফএ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চারবারের বিজয়ী বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও বাংলাদেশের ফেডারেশন কাপজয়ী ঢাকা মহামেডানের ডিরেক্টর আবু হাসান চৌধুরীর সঙ্গে শিল্ড আয়োজন নিয়ে আলোচনা করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই বৈঠকেই শিল্ডে খেলার ব্যাপারে সম্মতি দেন বাংলাদেশের দুই ক্লাবের কর্তারা। আইএফএ সচিব বলেছেন, ‘‘নতুন বছরের শুরুতে দুই বাংলার ফুটবলপ্রেমীরা মেতে উঠবে শিল্ড (IFA Shield) নিয়ে। ফুটবলই মিলিয়ে দেবে দুই বাংলাকে। আশা করি, বহুদিন পর ঐতিহ্যের আইএফএ শিল্ড নিয়ে উন্মাদনা ফিরবে।’’ এদিকে কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্স রাউন্ডের সূচি সোমবার চূড়ান্ত করতে পারে আইএফএ। আই লিগে খেলবে মহামেডান। তাই আইএফএ-কে দ্রুত কলকাতা লিগ শেষ করতে বলেছে তারা।
আরও পড়ুন-সংরক্ষিত জল পান করার অপরাধে তৃষ্ণার্ত দলিত পড়ুয়াকে বেধড়ক মার শিক্ষকের!