সুষ্ঠুভাবে পুজো পরিচালনায় বিধাননগরে প্রস্তুতি বৈঠক

Must read

প্রতিবেদন : উৎসবের দিনগুলি হোক আনন্দের। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সুষ্ঠুভাবে দুর্গাপুজো (Durga Puja) সম্পন্ন করতে হল প্রস্তুতিসভা। রবিবার ১১৬ বিধাননগর বিধানসভা কেন্দ্রে। ছিলেন মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, হিডকোর আধিকারিক দেবাশিস সেন, বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা এবং পুজো কমিটির উদ্যোক্তারা। মন্ত্রী সুজিত বসুর বিধানসভার মধ্যে প্রায় ২২৫টি দুর্গাপুজো হয়। শহরবাসীর কাছে প্রত্যেকটি পুজো আকর্ষণীয়। প্রতিমা এবং মণ্ডপ দেখার জন্য প্রত্যেক বছর প্রায় রেকর্ড ভিড় হয় এলাকাগুলিতে। তাই কোনওরকম সমস্যা যাতে তৈরি না হয় এবং পুজো উদ্যোক্তারা যেন প্রত্যেকটি নিয়ম মানেন সেই বিষয়ে জানাতেই এই প্রস্তুতি বৈঠক আহ্বান করেন মন্ত্রী। মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, এলাকায় প্রায় ২২৫টি পুজো (Durga Puja) হয়, তার মধ্যে ২২৪টি পুজো কমিটির উদ্যোক্তারা এবং কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছেন। ৭০ হাজার টাকা করে পুজোর অনুদান ঘোষণা করেছেন। পুজোর নিয়মাবলি নিয়ে আলোচনার পাশাপাশি প্রত্যেকেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- সংরক্ষিত জল পান করার অপরাধে তৃষ্ণার্ত দলিত পড়ুয়াকে বেধড়ক মার শিক্ষকের!

Latest article