ফের নিজের শিক্ষায় প্রশ্ন চিহ্ন ফেললেন বিরোধী দলনেতা। আজ, সোমবার, ডায়মন্ড হারবার লোকসভা (Diamond Harbour Loksabha) কেন্দ্রের জুলপিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী পাল্টে দিলেন ভূগোল। তাবড় তাবড় শিক্ষাবিদরাও বিশ্ব মানচিত্রের সঙ্গে কোন সাদৃশ্য খুঁজে পাচ্ছেন না তার উপমার। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে গিয়ে কখন যে নিজেই কটাক্ষের শিকার হয়ে যাচ্ছেন হয়তো বুঝে উঠতে পারছেন না।
আরও পড়ুন-৪ বাঙালি বিজ্ঞানীর ভাটনগর পুরস্কার জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
‘মহাভারত কৃত্তিবাস ওঝা লিখেছেন’ এই বিতর্ক থেকে বেরোনোর আগেই তিনি এবার ওশিয়ানিয়া মহাদেশের অন্যতম দ্বীপরাষ্ট্র পাপুয়া – নিউ গিনিকে আফ্রিকায় পাঠিয়ে দিলেন। এদিন মঞ্চ থেকে নরেন্দ্র মোদির কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘নরেন্দ্র মোদীজি যখন বিদেশে যান, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার তাঁকে মিস্টার বস বলে সম্মোধন করেন। পাপুয়া – নিউ গিনির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পাপুয়া – নিউ গিনির রাষ্ট্রপ্রধানকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে মোদীজির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেন? তিনি বলেন, মোদীজি তাঁর নিজের দেশের মানুষকে ২২৫ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরেও পৃথিবীর ৫৫টা দেশকে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছেন। তার মধ্যে পাপুয়া – নিউ গিনিও ছিল। তিনি আফ্রিকার এই ছোট্ট দেশটার কয়েক লক্ষ মানুষকে এই মানুষটি বাঁচিয়েছেন বিনামূল্যে ভারতীয় চিকিৎসাবিজ্ঞানীদের আবিষ্কার করা করোনার ভ্যাকসিন প্রদান করে’।
আরও পড়ুন-শিক্ষাঙ্গনে গৈরিকীকরণ চলবে না, গর্জে উঠল ছাত্রপরিষদ
কিন্তু সমস্যা হল মানচিত্র অনুযায়ী পাপুয়া – নিউ গিনি ওশিয়ানিয়া মহাদেশের উত্তরতম দেশ। বলা হয় এখানে রয়েছে পৃথিবীর সুরক্ষিত নিরক্ষীয় বনাঞ্চল। সেই পাপুয়া – নিউ গিনি হঠাৎ কিভাবে ভারত মহাসাগর পেরিয়ে আফ্রিকায় চলে গেল এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।