৪ বাঙালি বিজ্ঞানীর ভাটনগর পুরস্কার জয়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Must read

দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে ভাটনগর পুরস্কার পেলেন চার বাঙালি। ভাটনগর পুরস্কার (Bhatnagar award) প্রাপকের তালিকায় রয়েছেন, রসায়নে আইআইটি বম্বের দেবব্রত মাইতি, চিকিৎসায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির দীপ্যমান গাঙ্গুলি, পদার্থবিদ্যায় পুরস্কার পেয়েছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের অনিন্দ্য দাস এবং মুম্বই টিআইএফআরের বাসুদেব দাশগুপ্ত। এই খবরে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR) প্রতিবছর দেশে বিজ্ঞান ও প্রযুক্তিতে গবেষণা ক্ষেত্রে কৃতিত্বের জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার (Bhatnagar award) দেওয়া হয়ে থাকে। জীববিজ্ঞান, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, গণিত, চিকিৎসা বিজ্ঞান এবং শারীরিক বিজ্ঞান-সহ সাতটি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভাটনগর পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের নামকরণ করা হয়েছে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের প্রতিষ্ঠাতা তথা পরিচালক শান্তি স্বরূপ ভাটনগরের নামে। সিএসআইআর-এর তরফে জানানো হয়েছে, ২০২২ সালের জন্য এবছর ১২ জন বিজ্ঞানীকে ভাটনগর পুরস্কার দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-শিক্ষাঙ্গনে গৈরিকীকরণ চলবে না, গর্জে উঠল ছাত্রপরিষদ

এই পুরস্কার পাওয়ার যোগ্য ৪৫ বছর বয়স পর্যন্ত বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গবেষণায় নিযুক্ত কোনও ভারতীয় নাগরিকরা। পুরস্কারের মধ্যে থাকে একটি প্রশংসাপত্র, একটি ফলক এবং নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার। একইসঙ্গে প্রাপকরা ৬৫ বছর বয়স পর্যন্ত প্রতিমাসে ১৫হাজার টাকা করে পান। ভাটনগর পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন,”ইমিউনোলজিস্ট, IICB-র চিকিৎসক দীপ্যমান গাঙ্গুলিকে অভিনন্দন। কোভিড গবেষণা সম্পর্কিত তাঁর কাজের জন্য মর্যাদাপূর্ণ ভাটনগর পুরস্কার পেয়েছেন তিনি। ভাটনগর পুরষ্কার স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে বেশ কয়েক বছর পর বাংলার বিজ্ঞানীদের হাতে এসেছে।”

Latest article