বৃষ্টির জন্য এশিয়া কাপের গ্রুপ লিগের ভারত-পাক (India Pakistan) লড়াই থেমে গিয়েছিল। তাই দুই দল ম্যাচ থেকে ১ পয়েন্ট করে ভাগ করে নেয়। দু’দল সুপার ফোর রাউন্ডে জায়গা করে নেয়। কলম্বোয় সুপার ফোরের মাঠে দুই প্রতিবেশী দেশ। ভারত-পাক লড়াই নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা বিশ্ব। বৃষ্টির আশঙ্কা ছিল বলেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্লেয়িং কন্ডিশনে রদবদল করে। সুপার ফোরের বিশেষ এই ম্যাচটির জন্য রিজার্ভ ডে-র ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন-নজরে কৃষকবন্ধু প্রকল্প ও শস্যবিমা যোজনা প্রকল্প, কৃষকদের জন্য চালু হোয়াটসঅ্যাপ নম্বর
রিজার্ভ ডে-র দরকার হয় রবিবার ভারতীয় ইনিংসের মাঝপথেই বৃষ্টি নামার জন্য। খেলা বন্ধ থাকে। সোমবার বৃষ্টির বাধা টপকে ম্যাচ শুরু হয় ৪টে ৪০ মিনিটে। ভারত ৫০ ওভারে ৩৫০ রানের গণ্ডি টপকে টার্গেট দেয় পাক দলকে। শতরান করেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ৩১.৬ ওভারে কুলদীপ যাদবের বলে ফহিম আশরাফ মাঠ ছাড়েন। ১২ বলে ৪ রান করেন তিনি। পাকিস্তান ১২৮ রানে ৮ উইকেট হারায়।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আসছে রাজ্যের সাফল্য, ৩ মাসে বিদেশি বিনিয়োগ ৪৩৮ কোটি
চোট এর ফলে নাসিম শাহ ও হ্যারিস রউফ ব্যাট করেনি। তাই পাকিস্তান ১২৮ রানে অল-আউট হয়ে যায় বলে ধরা হয় ২২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। ১টি ছয়ের সাহায্যে ৬ বলে ৭ রান করে অপরাজিত থাকেন শাহিন আফ্রিদি। কুলদীপ ৮ ওভারে ২৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ১৮ রানে ১টি উইকেট নেন বুমরাহ। ১৭ রানে ১টি উইকেট নেন হার্দিক। ১৬ রানে ১টি উইকেট নেন শার্দুল। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে এটি ভারতের সব থেকে বড় ব্যবধানে জয়।