মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আসছে রাজ্যের সাফল্য, ৩ মাসে বিদেশি বিনিয়োগ ৪৩৮ কোটি

রাজ্যের নয়, এই তথ্য খোদ কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের। নিন্দুক বিরোধীদের মুখের উপরে যোগ্য জবাব দেওয়ার পক্ষে কেন্দ্রের এই তথ্যই যথেষ্ট

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে রাজ্যের শিল্পায়ন যে এক ব্যতিক্রমী গতি পেয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ বাংলায় সরাসরি বিদেশি বিনিয়োগের বিশাল অঙ্ক। তথ্য বলছে, গত ৩ মাসে রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছে ৪৩৮ কোটি টাকা। এপ্রিল থেকে জুনের মধ্যে বিনিয়োগ হয়েছে এই টাকা। এই নিয়ে পরপর ৩ বছরে রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অঙ্ক দাঁড়াল ১১ হাজার কোটি টাকারও বেশি।

আরও পড়ুন-রাজ্যের উদ্যোগ ১ লক্ষ ভ্রাম্যমাণ পশু-চিকিৎসালয়

রাজ্যের নয়, এই তথ্য খোদ কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের। নিন্দুক বিরোধীদের মুখের উপরে যোগ্য জবাব দেওয়ার পক্ষে কেন্দ্রের এই তথ্যই যথেষ্ট। সমালোচকরা যাই বলুক না কেন এটা ঘটনা, রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই ঝড় উঠেছে শিল্পায়নে। শিল্পের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে। অনুকূল হয়েছে সামগ্রিক পরিস্থিতি। স্বাভাবিকভাবেই দেশি-বিদেশি শিল্পোদ্যোগীরা বিশেষ আগ্রহ দেখাচ্ছেন বাংলায় বিনিয়োগে। এরই সুফল প্রতিফলিত হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অঙ্কে। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে বাংলা ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে দেশের প্রথম দশে।

আরও পড়ুন-চেন্নাই কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, আমি তো ‘বলির পাঁঠা’, বললেন ক্ষুব্ধ রহমান

লক্ষণীয়, গত কয়েক বছর ধরেই রাজ্যে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণ। বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্যে চোখ বোলালেই স্পষ্ট হবে বিষয়টা। ২০২০-২১ আর্থিক বছরে রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হয়েছিল ৩ হাজার ১১৮ কোটি টাকা। ২০২১-২২-এ তা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ১৯৫ কোটি টাকা। পরের বছর অর্থাৎ ২০২২-২৩-এ এই অঙ্কটা দাঁড়ায়, ৩ হাজার ২১৭ কোটি টাকা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, করোনাকালের পরেই এ-বিষয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলা। ২০১৯-এর অক্টোবর থেকে ২০২৩-এর মার্চের মধ্যে রাজ্যে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ১০ হাজার ৯০০ কোটি টাকা। এই সাফল্য নিঃসন্দেহে রাজ্যের বাস্তবসম্মত শিল্পনীতির জন্যই।

Latest article