চেন্নাই কনসার্টে চূড়ান্ত বিশৃঙ্খলা, আমি তো ‘বলির পাঁঠা’, বললেন ক্ষুব্ধ রহমান

রবিবার চেন্নাইয়ে কনসার্ট ছিল এ আর রহমানের। সেই অনুষ্ঠানে দমবন্ধ করা ভিড় হয়েছিল এতটাই যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়

Must read

প্রতিবেদন: তিনি সংগীতজগতের ভগবান। তাঁর সুরমূর্ছনায় মোহিত সমস্ত বয়সের মানুষ। দেশে খুব কম হলেও তাঁর কনসার্ট দেখতে ভিড় জমান লাখো লাখো সংগীতপ্রেমী মানুষ। হ্যাঁ, তিনি এ আর রহমান। আর তাঁর শো ঘিরেই এবার চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। আর এই প্রথমবার খোদ রহমানের বিরুদ্ধেই খেপে লাল অনুরাগীরা।

আরও পড়ুন-মাটিতে মিশে গিয়েছে বহু জনপদ, মরক্কো জুড়ে কান্না আর হাহাকার

রবিবার চেন্নাইয়ে কনসার্ট ছিল এ আর রহমানের। সেই অনুষ্ঠানে দমবন্ধ করা ভিড় হয়েছিল এতটাই যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। অনেকেই টাকা দিয়ে টিকিট কেটেও ভিতরে প্রবেশ করতে পারেননি বলে অভিযোগ। লাগাতার চলে তুমুল ধাক্কাধাক্কি।
রবিবার চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডের আদিত্যরাম প্যালেস সিটিতে সন্ধেবেলায় রহমানের কনসার্ট আয়োজন করা হয়। অস্কারজয়ী গায়কের লাইভ অনুষ্ঠানের সাক্ষী থাকতে হাজির হন হাজার হাজার ভক্ত। অনেকেই বিকেল ৪টের মধ্যে যথাস্থানে হাজির হয়ে যান, কিন্তু এত আগে গিয়েও তাঁরা সিট পাননি বলে অভিযোগ। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। মোটা টাকা দিয়ে টিকিট কেটে স্বপ্নের শিল্পীর গান একবার সামনে থেকে শোনার প্রবল ইচ্ছে ছিল অনুরাগীদের। কিন্তু অত্যন্ত ভিড়ের কারণে তা পণ্ড হয়ে যাওয়ায় বাধে বিপত্তি। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক ভক্ত জানিয়েছেন, ২ হাজার টাকার টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি তিনি। ভিডিওয় দেখা গিয়েছে, অনুষ্ঠানের গেটের সামনে জনপ্লাবন। রহমান-অনুরাগীদের কার্যত ভিড়ে নাভিশ্বাস ওঠার জোগাড়। কনসার্টে টিকিটের দাম অনুযায়ী দু’ধরনের গেট ছিল— সিলভার গেট ও গোল্ডেন গেট। তবে একেবারে ছোট্ট গলির মধ্যে ছিল প্রবেশদ্বার। আর অনুষ্ঠান শেষে সেখান থেকে বেরতে গেলেই তুমুল গণ্ডগোল। জনজোয়ারে কার্যত হিমশিম খাওয়ার মতো অবস্থা হয়।

আরও পড়ুন-অমানবিক ইসিএল, জমি নিয়েও প্রতিশ্রুতিমতো চাকরি দেয়নি, দাবি আদায়ে অনশনে জমিদাতারা

এই বিষয়ে সোমবার সকালে মুখ খুলেছেন খোদ রহমান। নিজের এক্স হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, চেন্নাইয়ের ভক্তরা, যাঁরা টিকিট কেটেও অপ্রত্যাশিত পরিস্থিতি এবং ঘটনার জন্য শো দেখতে পারেননি, ভিতরে প্রবেশ করতে পারেননি তাঁদের অনুরোধ করব তাঁরা যেন তাঁদের টিকিটের কপি arr4chennai@btos.in-এ শেয়ার করেন। নিজেদের সমস্যার কথা জানিয়ে এখানে মেল করুন। আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তবে শুধু এক্স হ্যান্ডেলেই নয়, ইনস্টাগ্রামেও এই বিষয়ে পোস্ট করে রহমান লেখেন, সকলে আমায় G.O.A.T বলেন, কিন্তু এবার আমিই না-হয় বলির পাঁঠা হলাম। আমি চাই যাতে সকলে সচেতন হন, চেন্নাইয়ের লাইভ আর্টে আরও উন্নতমানের পরিষেবা পান এবং ট্যুরিজম বাড়ে, ভিড় সামলানোর দক্ষতা বাড়ে, ট্রাফিক ম্যানেজ করতে শেখা যায়। সকলে যেন মহিলা ও শিশুদের নিরাপত্তার দিকটাও খেয়াল রাখে। যদিও কনসার্ট আয়োজকদের দাবি, তাঁদের শো হাউসফুল হয়েছে। এজন্য তাঁরা চেন্নাইয়ের দর্শক এবং রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।

Latest article