গত শনিবার সন্ধ্যেবেলা হঠাৎ করেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) চম্বল এক্সপ্রেসে (Chambal Express) চারজন সাপুড়ে সাপ নিয়ে উঠেছিল। সাপের খেলা দেখিয়ে টাকা উপার্জন করেন তারা। জানা যায়, শনিবার সারাদিন সেভাবে কিছু উপার্জন হয়নি। উপরন্তু সাপ নিয়ে এভাবে ট্রেনের কামরায় ওঠায় যাত্রীদের সঙ্গে ঝামেলা শুরু হয়ে যায় তাদের। মেজাজ হারিয়ে তারা সাপ ছেড়ে দেয় ট্রেনের মধ্য়ে। স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন-ভক্তদের জন্য সুখবর, জেনে নিন বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘন্ট
জেনারেল কামরায় এমনিতেই খুব ভিড়। তার উপর ট্রেনের মধ্যে সাপ ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেন থেকে লাফ মারলে মৃত্যু। এ যেন উভয় সঙ্কট। একাধিক যাত্রী আতঙ্কে ট্রেনের বাথরুমে ঢুকে পড়েন। জানা গিয়েছে, ট্রেনটি হাওড়া থেকে গোয়ালিয়র যাচ্ছিল। ওই সাপুড়েরা বান্দা স্টেশনে ট্রেনে ওঠে। ট্রেনে উঠে সাপ খেলা দেখাচ্ছিল। সাপটি ঝুড়ি থেকে মাথা তুলছিল। খেলা দেখানোর পরে যাত্রীদের থেকে টাকা চান। যাত্রীদের অনেকেই টাকা দিতে চাননি। তারপরেই হঠাৎ রেগে যান সাপুড়েরা।
আরও পড়ুন-বানিহালে গভীর খাদে ট্রাক পড়ে মৃত ৪
যদিও কয়েকজন যাত্রী টাকা দিয়েছিলেন। কিন্তু অনেকেই টাকা দেননি। তখন তারা ঝাঁপি উপুড় করে ঝুড়ি থেকে সাপ বের করে দেন। আতঙ্কের পরিবেশ সৃষ্টি হওয়ায় কয়েকজন কন্ট্রোল রুমে ফোন করে দেন।