ভক্তদের জন্য সুখবর, জেনে নিন বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘন্ট

স্থানীয় মানুষ ছাড়াও গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমান এখানের পুজো দেখতে। ভোর থেকেই ভিড় শুরু হয় ভক্ত ও দর্শনার্থীরাদের

Must read

দুর্গাপুজোর (Durgapuja) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে বাংলা জুড়ে চলছে প্রস্তুতি। সাবেকি পুজোর আমেজ চিরকালই ভিন্ন। সেই সাবেকি পুজোর একটি বিখ্যাত পুজো বেলুড় মঠের (Belur Math) দুর্গাপুজো। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পুজো ঘিরে থাকে উৎসাহ ও উদ্দীপনা। জেনে নেওয়া যাক এই বছর মঠের পুজোর নির্ঘণ্ট।

আরও পড়ুন-‘প্রদীপ জ্বালানোর আগে তোমাকে তো প্রদীপে তেলটা ভরতে হবে, সলতেটা ভরতে হবে’ স্পেনের পথে মুখ্যমন্ত্রী

২১ অক্টোবর ২০২৩, শনিবার সপ্তমী, পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টা
২২ অক্টোবর ২০২৩, রবিবার মহাষ্টমী, ভোর সাড়ে ৫টা পুজোর শুরু
সকাল ৯টায় শুরু হবে কুমারী পুজো, সন্ধিপুজো সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত্রি ৮টা ২৪ মিনিট পর্যন্ত
২৩ অক্টোবর ২০২৩, সোমবার নবমী, পুজো শুরু হবে ভোর সাড়ে ৫টা
ভোগারতির পরে হোম সম্পন্ন হবে
প্রতিদিন ভোগারতির পর পুষ্পাঞ্চলি হবে। প্রতিদিন সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আরতির পর দেবী দুর্গার আরতি হবে বলেই জানা গিয়েছে। বেলুড় মঠে পুজোর পর নিয়মিত ভোগ বিতরণ করা হয় । স্থানীয় মানুষ ছাড়াও গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় জমান এখানের পুজো দেখতে। ভোর থেকেই ভিড় শুরু হয় ভক্ত ও দর্শনার্থীরাদের।

Latest article