কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
‘প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তেলটা ভরতে হয় সলতেটা দিতে হয়, তবেই আলো জ্বলে। এটা একটা পদ্ধতি। শিল্পও একদিনে আসে না। তার জন্য লাগাতার পরিকল্পনা করতে হয়। কথা বলতে হয়। মত বিনিময় করতে হয়। তবেই সাফল্য আসে। এটা একটা দীর্ঘ মেয়াদী জার্নি যা আমরা গত বেশ কিছু বছর ধরেই করে চলেছি।’ মঙ্গলবার সকালে স্পেন (Spain) সফরের পথে দমদম বিমানবন্দের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ বিভিন্ন বণিকসভার প্রতিনিধি ও ঝাঁক সাংবাদিক। মাদ্রিদে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়া।
আরও পড়ুন-অবিরাম বৃষ্টি, গত ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশে মৃত ৬
এদিন সকাল সাড়ে ৯ টায় বিমানবন্দরে আসেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের ভিতরে তাঁর চোখে পড়ে বিশ্ব বাংলা সটলের দিকে। কিছুক্ষণ ঘুরে দেখেন সেই স্টল। দুর্গামূর্তির চক্ষুদানও করেন। বিমানবন্দরে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার প্রথমে দুবাই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে যাবেন মাদ্রিদ। এই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে গেলেন লতা বন্দোপাধ্যায় ও অদিতি গায়েন।
আরও পড়ুন-স্পাই ক্যামেরায় ব্যক্তিগত ভিডিও, হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা উত্তরপ্রদেশে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘স্পেনের ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য ইন্ডাস্ট্রি বেশ ভাল। তাদের আমন্ত্রণে এই সফর। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। বার বার ওরা এসেছে। এবার আমাদের পালা। দেখা যাক কী কী হতে পারে। আমাদের এখানে শিল্প সম্মেলন আছে ২১ থেকে ২৩। ওরা বারবার আসে। কিন্তু আমরা কেউ যাই না। সেই জন্যই এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া। দুবাইয়েও একটা বিজনেস সামিট আছে। সঙ্গে প্রবাসীদের মিটিং। সবটাই সময় মতো আপনাদের জানিয়ে দেবো।’ লা লিগার সঙ্গেও বিশেষ বৈঠক করবেন তিনি। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিংয়ের একজন করে প্রতিনিধি থাকছে। আগামী ২৩ শে সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।