অবিরাম বৃষ্টি, গত ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশে মৃত ৬

বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিসহ করে তুলেছে এই বৃষ্টি। নদীগুলি প্লাবিত হওয়ায় গ্রামীণ অংশে বন্যা বড় আকার ধারণ করছে

Must read

বর্ষার শেষ লগ্নে অবিরাম বৃষ্টি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বেশিরভাগ অংশে বিপর্যয় সৃষ্টি করেছে। অর্ধেকেরও বেশি জেলা এখন বন্যা (Flood) কবলিত। গত ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় বজ্রপাত এবং বাড়ি ধসের ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। জলের তলায় ঢুকে গিয়েছে বেশিরভাগ শহর। বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিসহ করে তুলেছে এই বৃষ্টি। নদীগুলি প্লাবিত হওয়ায় গ্রামীণ অংশে বন্যা বড় আকার ধারণ করছে।

আরও পড়ুন-বিশ্ববাংলা স্টলে মা দুর্গার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী, সফরসঙ্গী কুণাল ঘোষ

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সাতদিন ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের লখনউতে শুধুমাত্র সোমবারই ৯৩.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার ফলে অনেক হাউজিং কলোনিতে জল জমেছে। শুধু তাই নয় এর ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে রবিবার লখনউ, বারাবাঙ্কি, মিরাট, মোরাদাবাদ, কানপুর, গাজিয়াবাদ এবং অযোধ্যা সহ অনেক জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছিল।

আরও পড়ুন-স্পাই ক্যামেরায় ব্যক্তিগত ভিডিও, হুমকি দিয়ে টাকা আদায়ের চেষ্টা উত্তরপ্রদেশে

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং স্থানীয় সাংসদ, রাজনাথ সিং সোমবার লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেটকে ফোন করে ভারী বৃষ্টির কারণে শহরের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চান এবং এরপর তিনি মানুষকে দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। লখনউয়ের ডিএম একটি আবেদন জারি করে সাধারণ মানুষেক তাদের বাড়িতে থাকতে বলেছে এবং অকারণে বাইরে যেতে বারণ করা হয়েছে। লখনউয়ের বিভাগীয় কমিশনার রোশন জ্যাকব পরিস্থিতি পর্যালোচনা করতে সোমবার অনেক এলাকা পরিদর্শন করেছেন।

Latest article