বিশ্ববাংলা স্টলে মা দুর্গার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে ঘিরে বিমানবন্দরে আসা মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। তাঁর সঙ্গী হিসাবে ছিলেন মুখ্যসচিব, ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়

Must read

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মঙ্গলবার দমদম বিমানবন্দর। দুবাই (Dubai) হয়ে আজ স্পেন (Spain) সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই আজ কলকাতা বিমানবন্দরে বিশ্ববাংলার স্টলে দুর্গামূর্তিতে চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর কলকাতার বিশিষ্ট কয়েকটি পুজোমণ্ডপের দুর্গামূর্তিতে চক্ষুদান করেন। তবে বিমানবন্দরে বিশ্ববাংলার স্টলে চক্ষুদান এক বিরল দৃশ্য বটেই। এই ঘটনার সাক্ষী রইলেন সফরসঙ্গীরা এবং বিমানবন্দরে আসা অসংখ্য যাত্রী।

আরও পড়ুন-‘প্রদীপ জ্বালানোর আগে তোমাকে তো প্রদীপে তেলটা ভরতে হবে, সলতেটা ভরতে হবে’ স্পেনের পথে মুখ্যমন্ত্রী

সকালে বিমানবন্দরে এসেই মুখ্যমন্ত্রী ঘুরে দেখা শুরু করেন বিভিন্ন স্টল। ঘুরে ঘুরে দেখলেন বিশ্ববাংলার স্টলটি। কোথাও হাতের কাজ করা দুরন্ত মূর্তি, আবার কখনও পাঞ্জাবি থেকে শাড়ি। খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করছিলেন বিশ্ববাংলার কর্মীদের। এরপরেই হাতে তুলে নিলেন রঙ তুলি। বিশ্ববাংলার স্টলের দুর্গাপ্রতিমায় চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরল দৃশ্য। ব্যতিক্রমী দৃশ্য। সাক্ষী রইল কলকাতা বিমানবন্দর।

আরও পড়ুন-বানিহালে গভীর খাদে ট্রাক পড়ে মৃত ৪

মুখ্যমন্ত্রীকে ঘিরে বিমানবন্দরে আসা মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। তাঁর সফরসঙ্গী হিসাবে ছিলেন মুখ্যসচিব, ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এসেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং অবশ্যই ছিলেন প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরেই মুখ্যমন্ত্রীকে ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেল, তাতে নিঃসন্দেহে বলে দেওয়া যায় এই শিল্পসফর বাংলার ক্ষেত্রে ল্যান্ডমার্ক হয়ে থাকতে চলেছে।

Latest article