ব্যুরো রিপোর্ট : রাজ্যপাল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করছেন। শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের চেষ্টা চলছে। রাজ্যপালের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদে অবস্থানের গর্জে উঠল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার থেকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সামনে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি।
আরও পড়ুন-বেতন বাড়ল এনবিএসটিসির কর্মীদের
বুধবার অবস্থানের তৃতীয়দিনে উত্তরের রায়গঞ্জ, গৌড়বঙ্গ, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যলয়ে সামনে অবস্থানে শামিল হন তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সমর্থকরা। শিক্ষাঙ্গনে রাজ্যপালের স্বৈরতন্ত্রের প্রতিবাদে গলা মেলান তাঁরা। রায়গঞ্জ তৃণমূূল ছাত্র পরিষদের নেতা-কর্মী এবং কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক সাহা। তিনি বলেন, গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়েই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কারণ রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়াই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবস্থানে ছিলেন মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায়, সহ-সভাপতি অমিত শেখ, দেবদুলাল শীল, শুভ্রাংশু দাস প্রমুখ।
আরও পড়ুন-মিডিয়া ট্রায়াল রুখতে কঠোর সুপ্রিম কোর্ট, গাইডলাইন তৈরির নির্দেশ কেন্দ্রকে
তৃণমূল ছাত্র পরিষদের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় শাখা ইউনিটের এই কর্মসূচিতে শামিল হন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদের নেতা সায়নদীপ গোস্বামী রাজ্যপালের এই স্বৈরাচারিতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন। তিনি বলেন, বিজেপির শাখা সংগঠনের সদস্যদের উপাচার্য নিয়োগ করছেন৷ রাজ্যপালের এধরনের মনোভাবে সমস্যায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা। সে কারণেই রাজ্যপালের এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিও জানিয়েছে এই সংগঠন।