মিডিয়া ট্রায়াল রুখতে কঠোর সুপ্রিম কোর্ট, গাইডলাইন তৈরির নির্দেশ কেন্দ্রকে

সংবাদমাধ্যমের এই ধরনের আচরণের উপর রাশ টানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তিনমাসের মধ্যে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : আদালতে বিচারের আগেই প্রমাণ ছাড়া অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে। সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করছে পক্ষপাতদুষ্ট প্রতিবেদন। এই ধরনের প্রতিবেদন বন্ধ করতে এবার কড়া অবস্থান নিল দেশের শীর্ষ আদালত।
সংবাদমাধ্যমের এই ধরনের আচরণের উপর রাশ টানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে তিনমাসের মধ্যে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পুলিশকে সেই গাইডলাইন মেনে অপরাধমূলক ঘটনার ব্রিফিং করতে হবে।

আরও পড়ুন-কেরলে ছড়াচ্ছে নিপা আতঙ্ক, সাতটি গ্রাম কনটেনমেন্ট জোন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ পক্ষপাতদুষ্ট সংবাদমাধ্যমের প্রসঙ্গে আরও নির্দেশ দেন, এই ব্যাপারে সব রাজ্যের শীর্ষ পুলিশ কর্তা ও জাতীয় মানবাধিকার কমিশনকেও নিজেদের সুপারিশ পেশ করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সুপারিশ পাঠাবেন তাঁরা। শীর্ষ আদালত জানিয়েছে, মিডিয়া ট্রায়ালের কারণে বিচারের কাজ ব্যাহত হচ্ছে। ফলে কোন পরিস্থিতিতে গিয়ে সংবাদমাধ্যমের কাছে তথ্য প্রকাশ করা হবে তা স্থির করা দরকার।

আরও পড়ুন-কেন্দ্রীয় আইনমন্ত্রীর দুর্নীতি, অভিযোগ তোলায় শাস্তি বহিষ্কৃত বিজেপি বিধায়ক

সুপ্রিম কোর্টের মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, এখানে অভিযুক্ত এবং অভিযোগকারী দু’জনের স্বার্থই জড়িয়ে রয়েছে। বাক-স্বাধীনতা মৌলিক অধিকার, মিডিয়ারও খবর করার বা মতামত জানানোর অধিকার রয়েছে। কিন্তু বিচারের আগে একতরফা মিডিয়া ট্রায়াল চলতে দেওয়া যায় না। তদন্ত চলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ যদি ফাঁস হয়ে যায় তাহলে তদন্তেরও ব্যাঘাত ঘটতে পারে। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, মিডিয়া ট্রায়াল বন্ধ করতে যে গাইডলাইন আনা হবে তার খসড়া প্রস্তাব ৬ সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে পেশ করতে হবে।

Latest article