কেন্দ্রীয় আইনমন্ত্রীর দুর্নীতি, অভিযোগ তোলায় শাস্তি বহিষ্কৃত বিজেপি বিধায়ক

দুর্নীতির অভিযোগ নিয়ে উচ্চবাচ্য না করে উল্টে কৈলাসের বিরুদ্ধেই পদক্ষেপ করল দল। দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে প্রবীণ বিধায়ককে

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় আইনমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। তার জেরে দল থেকে বহিষ্কার করা হল রাজস্থান বিধানসভার প্রাক্তন স্পিকার এবং শাহপুরার বিধায়ক কৈলাস মেঘওয়ালকে। বিজেপির এই প্রভাবশালী বিধায়কের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিশ জারি করে তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় রাজস্থান বিধানসভা ভোটের আগে রীতিমতো শোরগোল শুরু হয়েছে বিজেপির অন্দরে।

আরও পড়ুন-ভরসা প্রণয়, সিন্ধুতেই কোচিংয়ে নয় : সাইনা

সম্প্রতি, বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন দলেরই বিধায়ক কৈলাস মেঘওয়াল। তাঁর বক্তব্য ছিল, অর্জুন যখন কালেক্টর ছিলেন, তখন তিনি দরিদ্র এবং তফসিলি বর্ণের মানুষদের সঙ্গে লাগাতার প্রতারণা ও দুর্নীতি করেছিলেন। ওইসব দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে সাংসদ হয়েছিলেন। আইনমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার কথাও বলেন তিনি। এই ঘটনায় রাজস্থান বিজেপির অন্দরে চাঞ্চল্য তৈরি হয়। মুখ বাঁচাতে রাজ্য বিজেপি সভাপতি সি পি জোশীর নির্দেশে রাজ্য সংগঠনের শৃঙ্খলা কমিটি কৈলাস মেঘওয়ালের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ জারি করে।

আরও পড়ুন-‘আমাকে টানা ৪ দিন জেরা করলেও মেরুদণ্ড বিক্রি হবে না’, সিজিও থেকে বেরিয়ে পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দুর্নীতির অভিযোগ নিয়ে উচ্চবাচ্য না করে উল্টে কৈলাসের বিরুদ্ধেই পদক্ষেপ করল দল। দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে প্রবীণ বিধায়ককে। দলের তরফে শাস্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ছ’বারের বিধায়ক মেঘওয়াল দলের মধ্যে দলাদলির অভিযোগ করে বলেন, বিজেপিতে বসুন্ধরা রাজেকে সরানো হচ্ছে এবং তাঁর সমর্থকদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে। দুর্নীতির তদন্ত না করে উল্টে আমাকেই শাস্তি দিল বিজেপি!

Latest article