ভরসা প্রণয়, সিন্ধুতেই কোচিংয়ে নয় : সাইনা

এইচ এস প্রণয় পরপর টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করছে। আর পিভি সিন্ধু বড় ইভেন্টে বরাবরই ভাল করে।

Must read

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : এইচ এস প্রণয় পরপর টুর্নামেন্টে ভাল পারফরম্যান্স করছে। আর পিভি সিন্ধু বড় ইভেন্টে বরাবরই ভাল করে। এশিয়াডের আগে দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে নিয়ে এরকমই প্রতিক্রিয়া সাইনা নেহওয়ালের।
চোটের জন্য হাংঝাউ এশিয়াডে অংশ নিতে পারবেন না সাইনা। তবে ভারতীয় দল নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। দিল্লিতে বুধবার এক অনুষ্ঠানে সাইনা বলেছেন, সবাই এখন ভাল খেলছে। বিশেষ করে প্রণয়। একের পর এক সাফল্য পাচ্ছে। জানি কঠিন লড়াই অপেক্ষা করছে। তবু এশিয়াডে প্রণয় ভাল করবে। আর সিন্ধু বরাবরই বড় টুর্নামেন্টে ভাল খেলে। সুতরাং আশা রাখাই যায়।

আরও পড়ুন-এশিয়াড দলে সুনীলই নেতা

তাঁর ও সিন্ধুর কেরিয়ারের ওঠা-নামা নিয়ে সাইনা বলেছেন, আমরা অনেকদিন ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছি। যেটা সহজ ব্যাপার নয়। এতে শরীরের উপর অনেক ধকল যায়। ব্যাডমিন্টন হল কঠিন খেলা। বছরে ১৭-২০টি টুর্নামেন্টে খেলার জন্য একশোভাগ ফিট থাকতে হয়।
সম্প্রতি বিমল কুমার বলেছেন, সিন্ধুর কাছে এশিয়াডে পদকের আশা না করাই ভাল। কিন্তু সাইনা সেটা মনে করেন না। এশিয়াড যেহেতু বড় টুর্নামেন্ট, তিনি তাই মনে করছেন সিন্ধু ঠিক জ্বলে উঠবেন। সাইনা অবশ্য ২০২০ থেকেই ফর্ম হারিয়েছেন। গতবছর তিনি ১৩টি টুর্নামেন্টে খেলে শুধু একটিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সাইনা বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে রয়েছেন।

আরও পড়ুন-‘আমাকে টানা ৪ দিন জেরা করলেও মেরুদণ্ড বিক্রি হবে না’, সিজিও থেকে বেরিয়ে পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হাঁটুর চোটের জন্য সাইনা বর্তমানে কোর্টের বাইরে। তিনি বলেছেন, সম্পূর্ণ ফিট না হয়ে র‍্যাকেট হাতে তুলবেন না। প্যারিস অলিম্পিকে অবশ্য চোখ থাকছে তাঁর। এদিনের অনুষ্ঠানে সাইনা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, কোচিংয়ে আসবেন না। কাজটা খেলার থেকেও কঠিন।

Latest article