‘আমাকে টানা ৪ দিন জেরা করলেও মেরুদণ্ড বিক্রি হবে না’, সিজিও থেকে বেরিয়ে পাল্টা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

আজ, বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় সকাল ১১টা ৪০ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Must read

অবশেষে ৯ ঘণ্টা ১৫ মিনিট পর সিজিও থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । ছাতা হাতে বেরিয়ে আসতে দেখা গেল সিজিও থেকে। আজ, বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় সকাল ১১টা ৪০ নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এই সুবাদে আজ সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে থাকে #ABJhukegana।

আরও পড়ুন-বৃহস্পতিবার থেকে শুরু হবে শিল্প-বাণিজ্য বৈঠক, মাদ্রিদ পৌঁছলেন মুখ্যমন্ত্রী

আজ রাত ৮টা ৪৯ মিনিটে বেরিয়ে অভিষেক বললেন, ‘এর আগে নিট ফল ছিল জ়িরো। এখন আরও দু’নম্বর কমল। মাইনাস টু। নিট ফল মাইনাস টু। কিন্তু এ ভাবে আমাকে ইডি দিয়ে ডেকে পাঠিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে না। আমাকে টানা ৪ দিন জেরা করলেও মেরুদণ্ড বিক্রি হবে না। কারণ আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। তবে ইডিকে আমি দোষ দিই না। ওঁরা কর্মী মাত্র। নির্দেশ পালন করাই ওঁদের কাজ।’

আরও পড়ুন-ডেঙ্গিতে প্রাণ হারালেন টলি অভিনেতার বোন

ইন্ডিয়া জোটের বৈঠকের দিন ইডির সমন নিয়ে এদিন তিনি বলেন, ‘সব দল ছেড়ে ইডি বেছে বেছে আমাকে নোটিস দিয়েছে। দিয়েছে ভাল করেছে। কিন্তু, হাজিরার জন্য ডাকল যেদিন বৈঠক রয়েছে। বৈঠক ছিল ৪টের সময় দিল্লিতে। বৈঠকে যদি আমি অংশগ্রহণ করতে চাই তাহলে ২টোর মধ্যে আমাকে দিল্লি পৌঁছাতে হবে। আর আমাকে একই দিনে কলকাতার ইডি অফিসে ডাকা হল সকাল সাড়ে ১১টায়। আজকের আগে পরে ডাকলে আমি বৈঠকে থাকতে পারতাম। আজকে ডাকার ফলে এটা স্পষ্ট ভারতীয় জনতা পার্টি বেছে বেছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে আটকেছে। তাই ইন্ডিয়া জোট বা বিরোধী জোট গঠনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কী সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র তৃণমূলকেই যে এরা আটকাতে চায় এটা আর একবার আজ স্পষ্ট হয়ে গেল।’

আরও পড়ুন-ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলায় থানায় হাজিরা দিতে হবে রামদেবকে

শরদ পাওয়ারদের সম্মান জানিয়ে অভিষেক বলেন, ‘সিনিয়র নেতা শরদ পওয়ার, সঞ্জয় রাউত, কেসি বেণুগোপাল-সহ যাঁরা আজ মিটিংয়ে ছিলেন আমি তাঁদের সকলকে নত মস্তকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মানুষকে বলব, দেশকে জোটবদ্ধ করার লক্ষ্যে যেভাবে ইন্ডিয়া জোট কাজ করছে সেই কাজে যাঁরা বাধা দিচ্ছেন তাঁদের জবাব দেন আগামীদিনে মানুষ দেন।’

Latest article