বৃহস্পতিবার থেকে শুরু হবে শিল্প-বাণিজ্য বৈঠক, মাদ্রিদ পৌঁছলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বিকেলে স্পেনের ফুটবল দল ‘লা- লিগা’র প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।

Must read

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মাদ্রিদ: বাংলায় বিদেশি লগ্নি (foreign investment) টানাই লক্ষ্য। বুধবার সেই কর্মসূচি নিয়েই স্পেনের রাজধানী মাদ্রিদ (Madrid) পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ মাদ্রিদের বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকে শুরু হবে একের পর এক শিল্প-বাণিজ্য বৈঠক।

আরও পড়ুন-উৎসবের মরশুমের আগেই জঙ্গলে প্রবেশে ফি বাড়াল বনদফতর

বৃহস্পতিবার বিকেলে স্পেনের ফুটবল দল ‘লা- লিগা’র প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠক রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। বৈঠকে থাকার কথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। লন্ডন থেকে মাদ্রিদ আসছেন মহারাজ। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী মোহনবাগানের দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহামেডানের ইশতিয়াক আহমেদ। বৈঠকে তাঁরাও উপস্থিত থাকবেন। বাংলার ফুটবলের আধুনিকীকরণের লক্ষ্যে এই বৈঠক। লা-লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি মউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন-ডেঙ্গিতে প্রাণ হারালেন টলি অভিনেতার বোন

প্রথমে দুবাই, তারপর স্পেন (Spain), সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা। BGBS-কে সামনে রেখে বিদেশের শিল্পপতিদের বাংলায় ডেকে আনার লক্ষ্যেই সফর বাংলার মুখ্যমন্ত্রীর।

Latest article