উৎসবের মরশুমের আগেই জঙ্গলে প্রবেশে ফি বাড়াল বনদফতর

বন দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা বলা হয়েছে এই বাড়তি ফি'র কথা। পর্যটকদের তাই স্বাভাবিকভাবেই বাড়তি টাকা গুণতে হবে।

Must read

দুর্গাপুজো (Durgapuja) আর হাতে গোনা দিন। ইতিমধ্যেই ভ্রমণ পিপাসুরা নানা জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। জঙ্গল সাফারি (Jungle Safari) তার মধ্যে অন্যতম প্রিয় অভিযান। আর এই সাফারিতে গিয়ে প্রায় সকলেই এলিফ্যান্ট রাইড (Elephant ride) করে থাকেন। এবার বন দফতর সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের প্রবেশের ফি বাড়িয়ে দিল। বন দফতরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা বলা হয়েছে এই বাড়তি ফি’র কথা। পর্যটকদের তাই স্বাভাবিকভাবেই বাড়তি টাকা গুণতে হবে।

আরও পড়ুন-ডেঙ্গিতে প্রাণ হারালেন টলি অভিনেতার বোন

বন দফতরের বিজ্ঞপ্তি অনুসারে, পর্যটকদের সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশের ফি গড়ে ৩০–৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এলিফ্যান্ট রাইড এবং গাইড ভাড়ায় ফি বাড়ানো হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে নয়া নির্দেশিকা কার্যকর করা হবে। এবার থেকে সিঙ্গালিলা বনাঞ্চলের ভিতরে সান্দাকফুতে প্রবেশ করতে মাথাপিছু ২০০ টাকা দিতে হবে। সবমিলিয়ে, কিছুটা হলেও পর্যটকদের চাপ বাড়ল বলেই জানা যাচ্ছে।

Latest article