ডেঙ্গিতে প্রাণ হারালেন টলি অভিনেতার বোন

মঙ্গলবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানিয়েছিলেন তাঁর বোন ডেঙ্গিতে আক্রান্ত। এ পজেটিভ রক্ত চাই।

Must read

ডেঙ্গির (Dengue) প্রকোপ কিছুটা রাজ্যে কমলেও এখনও বেশ কিছু জায়গায় আতঙ্ক কাটছেই না। এবার ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল টলিউডের অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের (Saheb Chatterjee) বোনের। মঙ্গলবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা জানিয়েছিলেন তাঁর বোন ডেঙ্গিতে আক্রান্ত। এ পজেটিভ রক্ত চাই।

আরও পড়ুন-আপনিই কি বিরোধী জোটের নেত্রী? শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্নে আপ্লুত মুখ্যমন্ত্রী

অভিনেতার আবেদনে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষরক্ষা করা গেল না। মঙ্গলবার রাতেই মৃত্যু হয় সাহেব চট্টোপাধ্যায়ের বোনের। ফেসবুকে ধন্যবাদ জানানোর সঙ্গে বোনকে হারানোর খবরটিও জানান অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-বন্যা কবলিত লিবিয়া, মৃতের সংখ্যা বেড়ে ৫০০০, রাস্তায় পড়ে দেহ

এদিন সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বেলভিউতে ভর্তি হওয়া আমার ছোট বোন পিয়াশী চট্টোপাধ্যায়ের জন্য এ পজিটিভ রক্তের ব্যবস্থা করার জন্য আমি শেষ পোস্ট করেছিলাম গতকাল। আমি প্রত্যেক রক্তদাতাদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাকে আমার বোনকে বাঁচাতে বহুদূর থেকে এগিয়ে এসেছিলেন। কিন্তু, আমি আপনাদের এই অত্যন্ত কষ্টের সঙ্গে জানাচ্ছি বোন আর নেই। আমি বিধ্বস্ত। ডেঙ্গু ওকে ৩ রাতের মধ্যে কেড়ে নিল। তাই ওর জন্য আমার আর কোনো রক্তদাতার প্রয়োজন নেই। আপনারা ওর অনন্ত সুখ এবং শান্তি জন্য প্রার্থনা করুন। ওম শ্রী সাইরাম’।

আরও পড়ুন-ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলায় থানায় হাজিরা দিতে হবে রামদেবকে

সাহেব চট্টোপাধ্যায়ের এই পোস্টে অনেকেই সমবেদনা জানিয়েছেন। মাসির মেয়ে হলেও ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর পিয়াশী সাহেবের মায়ের কাছেই বড় হন বলে জানা গিয়েছে তাই অভিনেতার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন তিনি।

Latest article