আপনিই কি বিরোধী জোটের নেত্রী? শ্রীলঙ্কার প্রেসিডেন্টের প্রশ্নে আপ্লুত মুখ্যমন্ত্রী

কৌতূহল মেটাতেই করে ফেললেন ছোট্ট প্রশ্ন।

Must read

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

কৌতূহল মেটাতেই করে ফেললেন ছোট্ট প্রশ্ন। আর সেটাই বুঝিয়ে দিল দেশের অন্যতম সেরা বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলে বেশ জনপ্রিয়। যে বিষয়ে সম্যক অবহিত প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান রনিল বিক্রমসিঙ্ঘ।

বুধবার সকালে দুবাই বিমানবন্দর থেকে স্পেনে রওনা হওয়ার জন্য অপেক্ষা করছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের লাউঞ্জেই তাঁর সঙ্গে দেখা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। মমতার সঙ্গে আলাপচারিতার ফাঁকেই প্রেসিডেন্ট হঠাৎ বলে ওঠেন, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মুখ্যমন্ত্রী বলেন, হ্যাঁ অবশ্যই, বলুন না! এরপরই রনিল বিক্রমসিঙ্ঘের প্রশ্ন, আচ্ছা আপনিই কি আপনার দেশের বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন? বিদেশি রাষ্ট্রপ্রধানের মুখে আচমকা এমন প্রশ্ন শুনবেন বলে তৈরি ছিলেন না মমতা। হাসতে হাসতেই বলে ওঠেন, ওহ্ মাই গড! মানুষ যা চাইবে তাই হবে।

আরও পড়ুন-বন্যা কবলিত লিবিয়া, মৃতের সংখ্যা বেড়ে ৫০০০, রাস্তায় পড়ে দেহ

এদিন সকালে দুবাই বিমানবন্দরে রনিল বিক্রমসিঙ্ঘের সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে যায় বাংলার মুখ্যমন্ত্রীর। তাঁকে দুবাইতে নিজের হাতে আঁকা ছবিও উপহার দেন মমতা। BGBS-আসার আমন্ত্রণ জানান। এরপরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মোক্ষম প্রশ্ন মমতাকে। যা বুঝিয়ে দিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এবং সেই জোটের অন্যতম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম সম্পর্কে আগ্রহ তৈরি হয়েছে আন্তর্জাতিক স্তরেও।

আরও পড়ুন-ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলায় থানায় হাজিরা দিতে হবে রামদেবকে

বুধবার সকালে দুবাই থেকে স্পেনের রাজধানী মাদ্রিদের পথে রওনা দেন মুখ্যমন্ত্রী। বিকেলের পরে মাদ্রিদ পৌঁছে বৃহস্পতিবার লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে তাঁর বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা বাংলার ফুটবলের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান কর্তাদের। থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বাংলার ফুটবলের আধুনিকীকরণের লক্ষ্যে এই বৈঠক। লা লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি মউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। শুক্রবার, মাদ্রিদে দুপুরে হবে বাণিজ্য-বৈঠক। সেখানে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিরা অংশগ্রহণ করবেন। এই বৈঠকের পাশাপাশি ব্যক্তিগতভাবে শিল্পপতিদের সঙ্গে আলাদা বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাদ্রিদ সফর শেষে রবিবার ট্রেনে বার্সেলোনায় যাবেন তিনি। সেখানে স্থানীয় বাঙালি এবং ভারতীয়দের সঙ্গে দেখাসাক্ষাৎ করবেন। সোমবার দুপুরে বার্সেলোনায় হবে শিল্পবৈঠক। স্পেনের শিল্পপতিদের সঙ্গেও বাংলার শিল্পপতিদের বৈঠক হবে। মঙ্গলবার বেলা ১২টায় বার্সেলোনায় শিল্পবৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। থাকবেন সফরসঙ্গী শিল্পপতিরাও। বুধবার রাতে বার্সেলোনা থেকে রওনা হয়ে বৃহস্পতিবার ভোরে দুবাই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুর থেকে টানা দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন। এরপর শনিবার দুপুরে দুবাই থেকে রওনা হয়ে সন্ধেয় কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Latest article