বন্যা কবলিত লিবিয়া, মৃতের সংখ্যা বেড়ে ৫০০০, রাস্তায় পড়ে দেহ

ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি সহ আন্তর্জাতিক সংস্থাগুলি সহায়তা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।

Must read

লিবিয়াতে (Libya) ডেরনার উপকূলবর্তী এলাকায় দুটি বাঁধ ভেঙে হঠাৎ করেই ভয়াবহ বন্যা (Flood) পরিস্থিতি হয়ে গিয়েছে। এর ফলে কমপক্ষে ৫০০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সময় যত গড়াচ্ছে এই জলোচ্ছ্বাসর ফলে উপকূলবর্তী এলাকা কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। জানা গিয়েছে, শুধু ডেরনাতেই ৫২০০ মানুষ মারা গিয়েছেন। বন্যার জল ঢুকে গিয়েছে আল বায়দা, মার্জ সহ বেশ কিছু এলাকায়। এই ঘটনায়, প্রায় ২০,০০০ মানুষ ঘরছাড়া হয়ে গিয়েছেন।

আরও পড়ুন-ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলায় থানায় হাজিরা দিতে হবে রামদেবকে

শুধু বৃষ্টি নয়, সঙ্গে চলছে প্রবল ঝড়। লিবিয়ার ডেরেনা তছনচ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জলে ভেসে গিয়েছে একাধিক গাড়ি। রাস্তায় মৃতদেহ পড়ে রয়েছে। প্রচুর বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে। মৃত্যুর সংখ্যাও আরও অনেকটাই বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-ফের প্রাথমিকে হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা, পর্ষদের তরফে প্রকাশ্যে তারিখ

আশেপাশের পুরো এলাকা ভেসে গেছে, বেশ কিছু বহুতল ধসে পড়েছে, বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ত্রাণ বিতরণ একপ্রকার চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে, ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি সহ আন্তর্জাতিক সংস্থাগুলি সহায়তা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।

Latest article