ফের প্রাথমিকে হবে শিক্ষক নিয়োগের পরীক্ষা, পর্ষদের তরফে প্রকাশ্যে তারিখ

পর্ষদের ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে টেট-এর রেজিস্ট্রেশন।

Must read

আজ, বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Pal) সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন ১০ ডিসেম্বর টেট (TET) পরীক্ষা নেওয়া হবে। পর্ষদের ওয়েবসাইটে বুধবার সন্ধ্যায় এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যাবে টেট-এর রেজিস্ট্রেশন। পর্ষদ সভাপতি জানিয়েছেন, এবছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে ও পরীক্ষার্থীর কপি বাড়িতে নেওয়া যাবে।

আরও পড়ুন-১ নম্বরে সোশ্যালে ট্রেন্ডিং ‘এবি ঝুকেগা নহি’ পুষ্পা স্টাইলে অভিষেকের পাশে অনুরাগীরা

এদিন সাংবাদিক বৈঠকে ঠিক কি বলেছেন গৌতম পাল? তিনি জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে আবেদন করার সময় শুরু হচ্ছে। তিন সপ্তাহ সময় থাকবে প্রার্থীদের কাছে। কারও পেমেন্টের ক্ষেত্রে কোনও অসুবিধা থাকলে আরও একদিন বাড়ানো হবে সময়সীমা। এনসিটিই-র গাইডলাইন ও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। গত বছরও সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে কখনই ধরে নেওয়া যায় না যে কেউ টেট পাশ করলেই সঙ্গে সঙ্গে নিয়োগ হবে। নিয়োগের একটা প্রক্রিয়া আছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা যেমন প্রতি বছর হয়, তেমনই টেট হবে প্রতি বছর। নিয়োগ কোনও বছরে না হলেও টেট পরীক্ষা নেওয়া হবে।’

আরও পড়ুন-কাশ্মীরে গুলির লড়াইয়ে জওয়ানকে বাঁচাতে মৃত্যু সেনার সারমেয়র

তিনি এদিন আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী চাইছেন যাতে দ্রুত নিয়োগ হয়। ইতিমধ্যেই আমরা ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়াও শেষ করেছি। সরকার চাইছে আরও বেশি শূন্যপদে নিয়োগ হোক। এই পর্বের নিয়োগ শেষ হলেই পরের নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব। প্রার্থীদের কিছু সমস্যা থাকায় নিয়োগ আটকে আছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আমরা ছাড়পত্র পেয়েছি। আশা করছি সুপ্রিম কোর্ট থেকেও দ্রুত ছাড়পত্র পেয়ে যাব। তারপরেই আমরা নিয়োগ করতে পারব।’

আরও পড়ুন-ফের কেন্দ্রীয় এজেন্সি-বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন দেবাংশু

বিএড প্রসঙ্গেএদিন গৌতম পাল বলেন, ‘যারা বিএড করেছেন, তাঁরা টেট পরীক্ষায় বসতে পারবেন না, এটাই সুপ্রিম কোর্টের রায়। নতুন বিজ্ঞপ্তি সেই রায় অনুযায়ীই হবে।’

Latest article