১ নম্বরে সোশ্যালে ট্রেন্ডিং ‘এবি ঝুকেগা নহি’ পুষ্পা স্টাইলে অভিষেকের পাশে অনুরাগীরা

দেশে বিজেপি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

শিয়রে লোকসভা (Loksabha)। আজ ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের বৈঠক থাকা সত্ত্বেও প্রতিহিংসার রাজনীতি চরিতার্থ করতে ইডি ডেকে পাঠায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। জোটের বৈঠকে যোগ না দিয়েই তিনি ইডির তলবে সাড়া দেন। যদিও চাইলেই চিঠি পাঠিয়ে অন্য দিন স্থির করতে পারতেন। কিন্তু সেটা তিনি করেন নি। নির্ধারিত সময়েই যদি দফতরে যান তিনি।

আরও পড়ুন-কাশ্মীরে গুলির লড়াইয়ে জওয়ানকে বাঁচাতে মৃত্যু সেনার সারমেয়র

এই অবস্থায় আজ বুধবার #ABJhukegaNehi সোশ্যাল মিডিয়ায় ১ নম্বরে ট্রেন্ডিং Hashtag। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার আগেও বলেছিলেন, ‘শেষ দেখে ছাড়ব।’ এই ঘটনার পরেই তাঁকে পুষ্পার সঙ্গে তুলনা করতে শুরু করেন অনুরাগীরা।গত বছর মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা। এই ছবির সুপারহিট ডায়ালগ- ‘ম্যায় ঝুকেগা নহি।’ অভিষেকের সঙ্গে সেই তুলনা টেনেই এদিন রাজনৈতিক সমর্থকরা পোস্ট করতে থাকেন।

আরও পড়ুন-ফের কেন্দ্রীয় এজেন্সি-বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন দেবাংশু

উল্লেখ্য, দেশে বিজেপির নেতিবাচক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিনিয়ত মোদী-শাহকে চ্যালেঞ্জ করেছেন তিনি। চলতি বছরে সর্বভারতীয় স্তরের অনেকটা দায়িত্ব এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের ওপর। ইন্ডিয়া জোটের সিংহভাগ দায়িত্ব মুখ্যমন্ত্রী অভিষেককে দিয়েছেন। আর আজ সেই জোটের বৈঠকেই যোগ দিতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভয় পান নি ইডির ডাকে। তদন্তে সহযোগিতা করেছেন প্রতিবার। এর আগের বারেও ইডি অফিস থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমি অন্য মেটেরিয়াল।’

Latest article