জঙ্গি নেতার হত্যার বদলা নিতেই সেনা আধিকারিকদের খুন। বুধবার তিন জওয়ান শহিদ হওয়ার খবর সামনে আসতেই হামলার দায় স্বীকার করল জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar e taiba) একটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট।
পাক অধিকৃত কাশ্মীরে খুন করা হয়েছিল জঙ্গি নেতাকে। তার প্রতিশোধ নিতেই সেনা ও কাশ্মীর পুলিশের তিন আধিকারিককে হত্যা করে জঙ্গিরা। লস্কর-ই-তইবার (Lashkar e taiba) শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট জানিয়েছে, এমাসেই পাক অধিকৃত কাশ্মীরে তাদের সংগঠনের এক নেতাকে খুন করা হয়। তার প্রতিশোধ নিতেই হামলা হয়েছে সেনা বাহিনীর উপরে।