সরকারি কাজের ক্ষেত্রে জন্ম শংসাপত্রই একমাত্রই নথি, অক্টোবর থেকে কার্যকর হবে নিয়ম

Must read

যে কোনও সরকারি কাজের ক্ষেত্রে একমাত্র নথি জন্ম শংসাপত্র (Birth Certificate)। ১ অক্টোবর থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত কাজে এটিই একমাত্র নথি হিসেবে গ্রহণযোগ্য হবে। উল্লেখ্য, গত বাদল অধিবেশনেই সংসদে জন্ম ও মৃত্যু নথিবদ্ধকরণ বিল পাশ করায় মোদি সরকার। এবার তা কার্যকর হতে চলেছে।

এই আইনে, কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকা তৈরি, আধার নম্বর, বিয়ের রেজিস্ট্রেশন, সরকারি চাকরি সব ক্ষেত্রেই জন্ম শংসাপত্রকে একমাত্র নথি (Birth Certificate) হিসেবে তুলে ধরা হয়েছে। সেই অনুযায়ী ১ অক্টোবর থেকেই জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য ভাণ্ডার তৈরিও কার্যকর হবে।

আরও পড়ুন-সন্ত্রাসবাদী নেতার হত্যার বদলা নিতেই সেনা আধিকারিকদের খুন!

Latest article