অস্ট্রেলিয়ান ওপেন খেলেই অবসরে নাদাল, ইঙ্গিত কাকা টনির

রাফায়েল নাদাল কবে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন? প্রশ্নটা সবার।

Must read

মায়োরকা, ১৪ সেপ্টেম্বর : রাফায়েল নাদাল কবে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরবেন? প্রশ্নটা সবার। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ছিটকে যাওয়ার পর থেকেই কোর্টের বাইরে রয়েছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী স্প্যানিশ তারকা। চোট-আঘাতে জর্জরিত নাদাল অস্ত্রোপচারের পর এখন রিহ্যাব করছেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনেই ফের র‍্যাকেট হাতে দেখা যাবে তাঁকে। জানাচ্ছেন রাফার কাকা টনি নাদাল। একই সঙ্গে তাঁর ইঙ্গিত, অস্ট্রেলিয়ান ওপেন-ই সম্ভবত নাদালের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট হতে চলেছে!

আরও পড়ুন-সরকারি কাজের ক্ষেত্রে জন্ম শংসাপত্রই একমাত্রই নথি, অক্টোবর থেকে কার্যকর হবে নিয়ম

টনির বক্তব্য, রাফা এখন অনেকটাই সুস্থ। রিহ্যাব করছে। ধীরে ধীরে ফিট হচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে অস্ট্রেলিয়ান ওপেনে ওকে ফের কোর্টে দেখা যাবে। কিন্তু ওর যা শারীরিক অবস্থা, তাতে দীর্ঘদিন খেলা চালিয়ে যাওয়া খুব কঠিন। কে বলতে পারে, হয়তো অস্ট্রেলিয়ান ওপেনের পরেই রাফা টেনিসকে বিদায় জানাল।

Latest article