‘প্যাডেল’-এ মজেছেন রোনাল্ডো

ফুটবল ছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রিয় খেলা কী? উত্তরটা হল ‘প্যাডেল’!

Must read

লিসবন, ১৪ সেপ্টেম্বর : ফুটবল ছাড়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রিয় খেলা কী? উত্তরটা হল ‘প্যাডেল’! পর্তুগিজ মহাতারকা অপরিচিত এই খেলায় এতটাই মজেছেন যে, পতুর্গালের প্যাডেল ফেডারেশনের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন। রাজধানী লিসবন থেকে ১০ কিলোমিটার দূরের ছোট্ট শহর ওইরাসে তৈরি হবে ‘সিটি অফ প্যাডেল’। আর এই প্রজেক্টে রোনাল্ডোর কোম্পানি ৫০ লক্ষ ইউরো বিনিয়োগ করছে! ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ান ওপেন খেলেই অবসরে নাদাল, ইঙ্গিত কাকা টনির

প্যাডেল অনেকটা টেনিস ও স্কোয়াশের মিশ্রণ। ১৯৬৯ সালে মেক্সিকোয় জন্ম এই খেলার। অনেকটা টেনিসের ধরনের র‍্যাকেট দিয়ে খেলা হয়। পয়েন্টের হিসেবেও অনেকটাই টেনিসের মতো। তবে প্যাডেল কোর্টে স্কোয়াশের মতোই দু’ধারে দেওয়াল থাকে। বল সার্ভ করতে হয় কোমরের নিচে। এবং শুধু ডাবলস, অর্থাৎ জুটি বেঁধে খেলতে হয়। সাম্প্রতিক কালে এই খেলা বেশ জনপ্রিয় হয়ে উঠছে বিশ্বের বিভিন্ন দেশে। রোনল্ডো নিজেও সময় পেলেই প্যাডেল খেলতে নেমে পড়েন। সেই ভালবাসা থেকেই এই খেলায় এত বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন সিআর সেভেন।

আরও পড়ুন-সরকারি কাজের ক্ষেত্রে জন্ম শংসাপত্রই একমাত্রই নথি, অক্টোবর থেকে কার্যকর হবে নিয়ম

এদিকে, রোনাল্ডোর মতো মহাতারকার সঙ্গে চুক্তি করতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন পর্তুগিজ প্যাডেল ফেডারেশনের প্রেসিডেন্ট রিকার্ডো ওলিভিয়েরা। তাঁর বক্তব্য, ক্রিশ্চিয়ানোর সঙ্গে চুক্তি স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ও যেমন সর্বকালের সেরা ফুটবলার, তেমনই একজন বড় ব্যবসায়ীও। ক্রিশ্চিয়ানো সঙ্গী হওয়ায় পর্তুগাল আন্তর্জাতিক প্যাডেলের অন্যতম বড় শক্তিতে দ্রুত পরিণত হবে।

Latest article